<p>ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে আর্জেন্টিনার হয়ে প্রথম শট নিতে এসে মিস করেন লিওনেল মেসি। তবে মেসি টাইব্রেকারে শট মিস করলেও এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত দুটি সেভে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। এবার মিস করা সেই শট নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।</p> <p>টাইব্রেকার শুরু হলে আর্জেন্টিনার হয়ে প্রথম শট নিতে আসেন মেসি। পানেনকা শট নিয়ে মিস করে বসেন তিনি। বল ওপরের গোলবারে লেগে যায়। কেন এমন শট, সেটি জানাতে গিয়ে মেসি বলেন, ‘খুব বিরক্ত লেগেছে নিজের ওপর। আমি ঠিক করে  রেখেছিলাম শটটি এভাবেই নেব। আমি (দুই গোলকিপার) দিবু ও রুইয়ের সঙ্গে কথা বলেছিলাম। আমি কয়েকটি পেনাল্টি নিয়েছিলাম, এই কিকটা অনুশীলন করা হয়নি, শুধু কথা বলে নিয়েছিলাম। ক্রস শট নেব ভেবে গোলরক্ষক  ডাইভ করেছিলেন।  আমার চেষ্টা ছিল বলটা আস্তে করে মারার, কিন্তু উঁচুতে উঠে গেল।’</p> <p>মেসি টাইব্রেকারে শট মিস করলেও ইকুয়েডরের প্রথম দুটি শট রুখে দিয়ে আর্জেন্টিনার জয় এনে দেন এমিলিয়ানো মার্টিনেজ।  এমিলিয়ানো মার্টিনেজের প্রশংসা করতে গিয়ে মেসি বলেন, ‘আমি জানতাম, এ ধরনের সময়ে সে (এমিলিয়ানো মার্টিনেজ) দাঁড়িয়ে যাবে। এ ধরনের মুহূর্তই ওর পছন্দ, যেটা তাকে বড় করে তুলেছে। ও গোলবারের নিচে থাকলে অন্যরকম হয়ে ওঠে।’</p> <p>ম্যাচ শেষে এমিলিয়ানো মার্টিনেজও বলছিলেন এমন কিছু , ‘আমি ছেলেদের বলেছিলাম যে আমি এখনই বাড়িতে যেতে প্রস্তুত নই,  এই দল আরো সামনে এগিয়ে যাওয়ার মতো। এখন সময় এসেছে বিশ্রাম নেওয়ার এবং পরবর্তী সপ্তাহে আরো কঠিন ম্যাচের মুখোমুখি হতে হবে।’</p>