<p>ঘরের মাঠে বিশ্বকাপে ভালো করা নিয়ে বড় আশাই ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ক্যারিবিয়ানদের। সুপার এইটে থেমেছে তাদের বিশ্বকাপ যাত্রা। তবে সেমির আগে বাদ পড়লেও এই বিশ্বকাপ থেকে প্রাপ্তি দেখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল।</p> <p>এই বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়ে সমর্থকদের মাঝে নতুন করে আলোড়ন তুলেছে বলে মনে করেন পাওয়েল, 'আমাদের দিক থেকে এটা একটা প্রশংসনীয় প্রচেষ্টা ছিল। ছেলেরা বিশ্বাস করেছিল যে, তারা ১৩৫ রান ডিফেন্ড করতে পারবে। আমরা বিশ্বকাপ জিততে বা সেমিফাইনালে উঠতে না পারলেও গত ১২ মাসে ভালো ক্রিকেট খেলেছি। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট নিয়ে সমর্থকদের মধ্যে আবার আলোড়ন উঠেছে। এটাকে আমরা প্রাপ্তি হিসেবে নিচ্ছি। বিভিন্ন ভেন্যুতে আমরা যে সমর্থন পেয়েছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সাড়া পেয়েছি, সত্যিই সেসবের প্রশংসা করতে হয়।'</p> <p>দলকে লড়াইয়ের কৃতিত্ব দিলেও দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণ হিসেবে ব্যাটিংকে দায়ী করেছেন পাওয়েল, 'শেষ পর্যন্ত লড়াই করার জন্য ছেলেদের কৃতিত্ব দিতে হয়। তবে এমন একটা ব্যাটিং পারফরম্যান্স ছিল, যা আমরা ভুলে যেতে চাই। আমরা মাঝের ওভারগুলোতে ভালো ব্যাটিং করিনি। আমরা গুচ্ছ গুচ্ছভাবে উইকেট হারিয়েছি। আর এমনটা সব সময়ই ব্যাটিং দলের মেরুদণ্ড ভেঙে দেয়।'</p>