<p>আবারো ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি। শূণ্য রানে ফিরে গেলেন ওপেনার তানজিদ হাসান তামিম।</p> <p>বাংলাদেশের আগের চারটি ওপেনিং জুটি ১০ পার করতে পারেনি। এবারও সেটি থামল ০ রানেই। স্টার্কের বলে বোল্ড হয়েছেন তানজিদ তামিম। ইনিংসের তৃতীয় বলে ব্যাটের নিচের অংশে লেগে বল ঢুকেছে স্টাম্পে। নেপালের পর অস্ট্রেলিয়ার সঙ্গেও কোনো রান না করেই আউট তানজিদ। আগের ম্যাচে প্রথম বলে আউট হলেও এবার ৩ বল খেলেছেন।</p>