<p>টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজজেকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ক্যারিবীয়দের দেয়া ১৮১ রানের লক্ষ্য সহজেই টপকে যায় ইংলিশরা।</p> <p>আজ বৃহস্পতিবার (২০ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে জিতে যায় বাটলাররা।</p> <p>টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারকুটে খেলতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের পঞ্চম ওভারে দলীয় ৪০ রানে ১৩ বলে ২৩ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার ব্রান্ডন কিং। এরপর নিকোলাস পুরান-জনসন চার্লসের ৪১ বলে ৫৪ রানের জুটি ভাঙে দলীয় ৯৪ রানে। জনসন চার্লসের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৩৮ রান। চার্লসের আউটের পর অধিনায়ক পাওয়েলের দানবীয় ব্যাটিংয়ে  ৫ ছক্কায় তার ব্যাট থেকেই থেকে আসে ১৭ বলে ৩৬ রান। পুরান খেলেন ৩২ বলে ৩৬ রানের ইনিংস। ষষ্ঠ উইকেটে ১৯ বলে ৩৮ রানের জুটিতে ভর করে ১৮০ রানের পুঁজি পায় ক্যারিবীয়রা। ২ ছক্কা এক চারে ১৫ বলে ২৮ রানের ঝড় তোলে অপরাজিত থাকেন রাদারফোর্ড। ৭ বলে ৫ রান করে তাকে সঙ্গ দেন রোমারিও শেফার্ড। </p> <p>ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার, আদিল রশিদ, মঈন আলি ও লিয়াম লিভিংস্টোন শিকার করেন একটি করে উইকেট।</p> <p>লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় ইংল্যান্ড। ওপেনিং জুটিতে আসে ৬৭ রান। ২২ বলে ২৫ রান করে রোস্টন চেজের বলে এলবিডব্লিও হয়ে ফেরেন অধিনায়ক জস বাটলার। এরপর মঈন আলি দ্রুত ফিরে গেলেও ফিলিপ সল্ট-বেয়ারস্টো জুটিতে বিপদ কাটিয়ে নেয় ইংলিশরা। রোমারিও শেফার্ডের ওভারে ৩০ রান নিয়ে ফিফটি তোলে নেন সল্ট। ৫ ছক্কা ৭ চারে ৮৭ রান করে অপরাজিত থাকেন সল্ট। বেয়ারস্টো করেন অপরাজিত ৪৮ রানের ইনিংস। ১৭.৩ ওভারে জিতে যায় ইংল্যান্ড।</p>