<p><br /> নেপালের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ১৯.৩ ওভারে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। অল্প রানের পুঁজি নিয়ে নেপালকে হারানোর মিশনে ফিল্ডিংয়ে নামে টাইগাররা।</p> <p>ইনিংসের তৃতীয় ওভারে নেপালের দুই ব্যাটারকে সাজঘরে ফেরান তানজিম। ওই ওভারের শেষ বলটি কোনোমতে মোকাবেলা করেন নেপাল অধিনায়ক রোহিত। এর পরেই দেখা যায় এক ভিন্ন দৃশ্য। তর্কে জড়ান রোহিত ও তানজিম। উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের মধ্যে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1398303"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশ জিতবে, আগেই ‘নিশ্চিত’ ছিল সাকিবকন্যা" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/17/1718610320-83592c9b093b3abfc5c0294c039a3c31.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">বাংলাদেশ জিতবে, আগেই ‘নিশ্চিত’ ছিল সাকিবকন্যা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/06/17/1398303" target="_blank"> </a></div> </div> <p>পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান আম্পায়ার স্যাম নোগাসকি ও নন-স্ট্রাইকে থাকা নেপালের আরেক ব্যাটার আসিফ শেখ। ওই সময় বোঝা যাচ্ছিল না কী নিয়ে তৈরি হয়েছিল এ পরিস্থিতি।</p> <p>ম্যাচ শেষে সাংবাদিকরা তানজিমের কাছে জানতে চান রোহিতের দিকে তেড়ে যাওয়ার কারণ। এ সময় তানজিম বলেন, ‘এটা পরিকল্পনা করে করিনি। রোহিত আমার দিকে আক্রমণাত্মকভাবে তাকিয়ে ছিল, যেটা পছন্দ করিনি। আমি ওকে বলেছি, তুমি আমার দিকে তাকিয়ে আছ কেন?</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1398308"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আগ্রাসী বোলিং করে যেতে চান তানজিম সাকিব" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/17/1718612798-79e079843ac05419299f3796ce5fe3f9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">আগ্রাসী বোলিং করে যেতে চান তানজিম সাকিব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/06/17/1398308" target="_blank"> </a></div> </div> <p>ম্যাচে নেপাল অধিনায়কের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর বল হাতে আরো আক্রমনাত্বক হন তানজিম। চার ওভারে করেছেন ২১ টি ডটবল। মাত্র ৭ রানে ৪ উইকেট দখল করে হয়েছেন ম্যাচসেরা।</p>