<p>আন্তর্জাতিক ক্রিকেটে পাক-ভারত লড়াইয়ের ইতিহাস অনেক আগের। দুই দলের লড়াই মানেই কথার উত্তেজনা, মাঠের লড়াই। তাই এই ম্যাচ নিয়ে  দর্শকদের আগ্রহও থাকে তুঙ্গে। ২০১৩ সালের পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজে মাঠে গড়ায়নি। তাই আইসিসির টুর্নামেন্টই ভরসা দর্শকদের জন্য। </p> <p>রবিবার (৯ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এই লড়াই। এবার দেখে নেওয়া যাক ম্যাচের আগে পরিসংখ্যানের পাতায় কে কোথায় এগিয়ে।</p> <p style="text-align: justify;"><strong>টি টোয়েন্টিতে মুখোমুখি :</strong><br /> আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত সবমিলিয়ে ১২বার। এর মধ্যে ভারতের আটটির বিপরীতে পাকিস্তান জিতেছে তিনবার। একটি ম্যাচ টাই হয়েছিল। শেষ পাঁচ ম্যাচেও তিন জয় ভারতের।</p> <p><strong>টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি:</strong><br /> টি- টোয়েন্টিতে ভারত- পাকিস্তান এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের হিসাবে পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে ভারত। বিশ্বমঞ্চে মুখোমুখি ৭ দেখায়, ছয়টিতেই জিতেছে ভারত। সবশেষ ২০২১ বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল পকিস্তান।</p> <p><strong>দুইদলের সর্বোচ্চ স্কোর:</strong><br /> ২০১২ সালে আহমেদাবাদে ৫ উইকেটে ১৯২ রান করেছিল ভারত, সেটিই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংগ্রহ তাদের। ২০২২ সালে দুবাইয়ে ৫ উইকেটে ১৮২ ভারতের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ। </p> <p><strong>দুইদলের সর্বনিন্ম স্কোর:</strong><br /> ২০১৬ সালে মিরপুরে ভারতের বিপক্ষে পাকিস্তান সর্বনিম্ন ৮৩ রানে অলআউট হয়। ২০১২ সালে একই ভেন্যুতে ৯ উইকেটে ১৩৩ রান ছিল ভারতের সর্বনিম্ন।</p> <p><strong>সর্বোচ্চ ব্যক্তিগত রান:</strong><br /> ভারতের হয়ে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান বিরাট কোহলির। ১০ ম্যাচে খেলে দলটির বিপক্ষে ৮১.৩৩ গড়ে ৪৮২ রান করেছেন তিনি। দুই নম্বরে থাকা যুবরাজ ৮ ম্যাচে ১৫৫ রান করেছেন। তিন নম্বরে আছেন ৫ ম্যাচে ১৩৯ রান করা গৌতম গম্ভীর।</p> <p>পাকিস্তানের হয়ে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান মোহাম্মদ রিজওয়ানের। ৪ ম্যাচ খেলে তিনি ৬৫.৬৬ গড়ে ১৯৭ রান করেছেন। দুইয়ে থাকা শোয়েব মালিক ৯ ম্যাচে করেছেন ১৬৪ রান। ৮ ম্যাচে ১৫৬ রান করে তিন নম্বরে আছেন মোহাম্মদ হাফিজ।</p> <p><strong>সর্বোচ্চ ব্যক্তিগত উইকেট:</strong></p> <p>পাকিস্তানের বিপক্ষে ভারতের সবচেয়ে সফল বোলার ভুবনেশ্বর কুমার। ৭টি ম্যাচ খেলে ৭.২৬ গড়ে ওভারপ্রতি রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন তিনি। ৬ ম্যাচে সমান উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়াও। ৬ উইকেট নিয়ে তিনে আছেন আর্শদীপ সিং।</p> <p>পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি উইকেট উমর গুলের। তিনি ৬ ম্যাচে ৮.২৭ ইকোনমি রেটে ১১টি উইকেট নিয়েছেন। ৬ উইকেট ও ৫ উইকেট নিয়ে দুই ও তিন নাম্বারে আছেন মোহাম্মদ নেওয়াজ ও মোহাম্মদ আসিফ।</p>