<p>টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দিল যুক্তরাষ্ট্র। সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে টানা দুই জয় নিয়ে এ-গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। এমন হারের পর পুরস্কার বিতরণী এসে হতাশা প্রকাশ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে কৃতিত্বও দিয়েছেন তিনি।</p> <p>পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বাবর এই হারের পেছনে আকারে-ইঙ্গিতে বোলারদের ব্যর্থতাকে দুষেছেন। পাকিস্তান অধিনায়কের মতে, ম্যাচটা সুপার ওভারে যায় না। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৫৯ রানের পুঁজি— এটি সুপার ওভারের আগেই জেতার মতো স্কোর।</p> <p>ম্যাচটা সুপার ওভারে নিয়ে জয় তুলে নেওয়ায় সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রকেই অভিবাদন জানিয়েছেন বাবর, ‘আমি হতাশ। তিন (বোলিং, ফিল্ডিং, ব্যাটিং) বিভাগে, আমরা ভালো খেলিনি। ‘বোলিংয়ে আমরা এর চেয়ে ভালো। প্রথম ৬ ওভারে আমরা উইকেট নিতে পারিনি। মাঝের ওভারে স্পিনাররা উইকেট নিতে পারেনি। যেটা আমাদের চাপে ফেলেছিল। ১০ ওভার পর (বোলিংয়ে) আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু তারা যেভাবে শেষ করেছে, সুপার ওভারে ম্যাচ জিতে নিয়েছে, কৃতিত্ব তাদের।’</p> <p>সংবাদ সম্মেলনে সুপার ওভার প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাবর বলেন, ‘সে (আমির) অভিজ্ঞ বোলার। সে জানে কিভাবে বোলিং করতে হয়। ফিল্ডিং সেটআপ অনুযায়ী, আমাদের বল করার পরিকল্পনা ছিল। কিন্তু আমার মনে হয় যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানরা বেশ স্মার্ট। বল উইকেটকিপারের হাতে থাকতেও তারা দৌড়েছে (রানের জন্য)। সুপার ওভারে এটা তাদের জন্য বাড়তি পাওয়া ছিল।’</p> <p>পাকিস্তান কি তাহলে যুক্তরাষ্ট্রকে একটু হালকাভাবেই নিয়েছিল সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘যেকোনো টুর্নামেন্টেই সেরা প্রস্তুতি নিয়ে আসতে হয়। ছোট দল পেলে আপনি মানসিকভাবে কিছুটা হালকা অনুভব করতে পারেন। কিন্তু পরিকল্পনা যদি বাস্তবায়ন না হয়, তাহলে যেকোনো দলই  ব্যর্থ হতে পারে। প্রস্তুতি ভালো ছিল। কিন্তু দল হিসেবে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি এই ম্যাচে।’</p> <p>উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে ম্যাচ জিতে নেয় যুক্তরাষ্ট্র। সুপার ওভারে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৩ রান করে পাকিস্তান।</p>