<p dir="ltr">অনেক জল্পনা-কল্পনার পর রিয়াল মাদ্রিদে নাম লেখালেন কিলিয়ান এমবাপ্পে। ৫ বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাবটিতে পাড়ি জমানো নিশ্চিত ফরাসি এই ফরোয়ার্ডের। সোমবার রাতে বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদ।</p> <p> </p> <p dir="ltr">গত ফেব্রুয়ারিতে মৌখিকভাবে রিয়ালে আসার সিদ্ধান্ত নেন ফরাসি স্ট্রাইকার। এরপর মে মাসে মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন সেই ঘোষণাও দেন বিশ্বকাপজয়ী এই তারকা। ইউরো চ্যাম্পিয়নশিপের পর সান্তিয়াগো বার্নাব্যুতে জমকালো আয়োজনে এমবাপ্পেকে দর্শকদের সামনে প্রেজেন্ট করা হবে।  </p> <p> </p> <p dir="ltr">বিবিসি বলছে, বার্ষিক ১৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন রিয়াল থেকে। এছাড়া সাইনিং বোনাস হিসেবে পাবেন ১৫০ মিলিয়ন ইউরো। ইমেজ রাইটস থেকেও অর্থ পাবেন এমবাপ্পে।</p>