<p> </p> <p>দারুণ এক মৌসুম কাটিয়ে লা লিগার সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম মৌসুমটা কেটেছে স্বপ্নের মতো । মাদ্রিদের হয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করতে রেখেছেন দারুণ অবদান। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার কাছাকাছি তার দল।</p> <p>এবার লা লিগায় রিয়ালের হয়ে মাঝমাঠের মূল কারিগর ছিলেন বেলিংহ্যাম। একই সঙ্গে গোলও করেছেন নিয়মিত। ২৮ ম্যাচে ১৯ গোলের পাশাপাশি এসিস্ট করেছেন ৬ গোলে। মৌসুমে দারুণ শুরুর পর মাঝে কিছুটা ছন্দ হারিয়ে ফেললেও শেষ দিকে আবারও জ্বলে উঠেছেন ১৯ বছর বয়সী এই তরুণ।</p> <p>প্রথম মৌসুমেই লা লিগায় বর্ষসেরা হওয়ার উচ্ছ্বাসও লুকাতে পারেননি গত বছর বরুশিয়া থেকে মাদ্রিদে যোগ দেয়া বেলিংহ্যাম। এক ভিডিও বার্তায় বলেছেন, 'এই ট্রফির জন্য ধন্যবাদ। এটা গ্রহণ করাটা সম্মানের ব্যাপার। আমি দুঃখিত যে সরাসরি উপস্থিত হতে পারিনি। আমি চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রস্তুতি নিতে ব্যস্ত রয়েছি। আমার ওপর বিশ্বাস রাখার জন্য আমি আমার সতীর্থ, সব স্টাফ এবং কোচকে এ পুরস্কার উৎসর্গ করতে চাই।'</p> <p>একই সঙ্গে সমর্থকদেরও ধন্যবাদ জানিয়ে এই মিডফিল্ডার বলেন, 'পাশাপাশি সমর্থকদের কথাও বলতে হয়। রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। এই ক্লাবের হয়ে খেলা সব সময় আনন্দের ব্যাপার।'</p> <p>এদিকে জিরোনার মাইকেল নির্বাচিত হয়েছেন বর্ষসেরা লা লিগার কোচ। জিরোনার মাইকেল। চলতি মৌসুমে দীর্ঘ সময় পর্যন্ত শিরোপা লড়াইয়ে ছিল তার দল। শেষমেশ পয়েন্ট তালিকায় তৃতীয় হয়েই প্রথমবারের মতো দলকে নিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগের মঞ্চে।</p>