<p>চোটে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দল থেকে ছিটকে গেছেন জেসন হোল্ডার। তাঁর জায়গায় বাঁহাতি পেসার ওবেদ ম্যাকয়কে দলে নিয়েছে ক্যারিবিয়ানরা। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে উস্টারশায়ারের হয়ে খেলার সময় চোট পান হোল্ডার।</p> <p>তবে তাঁর চোট কোথায় এ নিয়ে কিছু জানায়নি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। হোল্ডারের ছিটকে যাওয়া নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, 'জেসন আমাদের দলের অভিজ্ঞ একজন খেলোয়াড়। মাঠে এবং মাঠের বাইরে তার অনুপস্থিতি অবশ্যই ধরা পড়বে। আমরা পুরো ফিট জেসনকে আমাদের মাঝে পেতে মুখিয়ে আছি।'</p> <p>তবে ম্যাকয়কে নিয়ে আশাবাদী হেইন্স, 'জেসনের সামর্থ্যের একজন খেলোয়াড়কে হারানো যদিও দুর্ভাগ্যজনক, আমরা ওবেদ ম্যাকয়ের সামর্থ্যের ব্যাপারে আশাবাদী। ওবেদ তার পারফরম্যান্সে অসাধারণ স্কিল ও সম্ভাবনার ছাপ রেখেছে। এ সুযোগটি আন্তর্জাতিক মঞ্চে তাকে আরও সুযোগ করে দেবে। আমাদের বিশ্বাস, এটি দলের মধ্যে বাড়তি একটা শক্তি আনবে।'</p> <p>মূল দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে পাঁচজনকে নেবে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে আছেন কাইল মায়ার্স, ম্যাথু ফোর্ড, ফ্যাবিয়েন অ্যালেন, হেইডেন ওয়ালশ ও আন্দ্রে ফ্লেচার।</p>