<p>বড় জয়ে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের মৌসুম শুরু করেছে মোহামেডান। গতকাল শুরু হওয়া টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবকে তারা হারিয়েছে ২৫৪ রানে।</p> <p>আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মোহামেডান। বড় সংগ্রহের কৃতিত্ব দলটির ভারতীয় ওপেনার জাসিয়া আখতার।</p> <p>৬৯ বলে ১০২ রানের ঝোড়ো ইনিংস খেলেন জাসিয়া। তাঁর শতকটি ১৬টি চার ও তিনটি ছক্কায় সাজানো। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান এসেছে রুমানা আহমেদের ব্যাট থেকে। লক্ষ্য তাড়ায় মাত্র ৫১ রানে গুটিয়ে যায় জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাব।</p> <p>মোহামেডানের হয়ে বাঁহাতি স্পিনার সাবেকুন নাহার তিন ওভারে মাত্র চার রান দিয়ে পাঁচ উইকেট নেন।</p> <p>দিনের বাকি দুই ম্যাচের একটিতে বাংলাদেশ আনসার ও ভিডিপির বিপক্ষে আট উইকেটের জয় পেয়েছে রূপালী ব্যাংক। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২১১ রান করে বাংলাদেশ আনসার ও ভিডিপি। ফারজানা হক পিংকির অপরাজিত ৯৪ রানের ইনিংসে ২১ বল হাতে রেখে লক্ষ্য তাড়া করে ফেলে রূপালী ব্যাংক।</p> <p>আরেক ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে ৬৫ রানে জিতেছে কলাবাগান ক্রীড়া চক্র। আগে ব্যাটিং করে ১৮৮ রানে অল আউট হয় কলাবাগান। লক্ষ্য তাড়ায় ১২৩ রানে শেষ হয় সিটি ক্লাবের ইনিংস।</p>