<p>ইউক্রেন ও গ্রিসের বিপক্ষে ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছে জার্মানি। এখান থেকেই নির্বাচন করা হবে জার্মানির ইউরো ২০২৪-এর দল। তবে বিশাল স্কোয়াডে জায়গা হয়নি বরুসিয়া ডর্টমুন্ডকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তোলার নায়ক ম্যাট হামেলসের।</p> <p>২৭জনের স্কোয়াড থেকে অবশ্য একজনকে বাদ পড়তে হবে। ইউরোর জন্য ২৬জনের স্কোয়াড দিতে পারবে দলগুলো।</p> <p><strong>গোলরক্ষক : </strong>অলিভার বাউমান, অ্যালেক্স নুবেল, ম্যানুয়েল নয়্যার ও মার্ক-আন্দ্রে টের স্টেগান।</p> <p><strong>ডিফেন্ডার : </strong>বেঞ্জামিন হেনরিখস, জশুয়া কিমিচ , রবিন কচ, ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টেড, ডেভিড রাউম, আন্তোনিও রুডিগার, নিকো স্লোটারবেক ও  জোনাথন তাহ।</p> <p><strong>মিডফিল্ডার :</strong> রবার্ট আন্দ্রিচ, ক্রিস ফুয়েরিখ, পাসকাল গ্রো, ইকাই গুন্দোয়ান, টনি ক্রুস, জামাল মুসিয়ালা, আলেকজান্ডার পাভলোভিচ,  লেরয় সানে ও ফ্লোরিয়ান ভির্টজ।</p> <p><strong>ফরোয়ার্ড : </strong>ম্যাক্সিমিলিয়ান বিয়ার, নিক্লাস ফুলক্রুগ, কাই হাভার্টজ, থমাস মুলার ও ডেনিস উনদাব।</p>