<p>জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজকে বলা হচ্ছে বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে চলতি পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে অবশ্য সিরিজ নিশ্চিত করে ফেলেছেন নাজমুল হোসেনরা। তবে চট্টগ্রাম পর্বে শুরুর তিন ম্যাচে ভুগিয়েছেন ওপেনিং জুটি। আজ মিরপুরে চতুর্থ ম্যাচে ভিন্ন চিত্র দেখা গেল। ওপেনিং জুটি থেকেই এলো রান। তবে দলীয় সংগ্রহে সেই পুরনো চিত্র। প্রথম ১০ ওভারে ৯০ রান তুলেও দেড় শ পার করতে পারেনি বাংলাদেশ।</p> <p>আজ একাদশে ৩ পরিবর্তন নিয়ে মাঠা নামা বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে অলআউট হওয়ার আগে ১৪৩ রানের পুঁজি পায়।</p> <p>আগের ৩ ম্যাচে ওপেনিংয়ে ব্যর্থ লিটন দাস আজ একাদশে ছিলেন না। সেই তিন ম্যাচে পাওয়ার প্লের মধ্যে ভাঙে স্বাগতিকদের ওপেনিং জুটি। এমনকি প্রথম ১০ ওভারে প্রথম ম্যাচে ২টি ও পরের দুই ম্যাচে ৩টি করে উইকেট হারায় বাংলাদেশ। আজ নতুন উদ্বোধনি জুটিতে পাওয়ার প্লে তো বটেই, প্রথম ১০ ওভারে কোনো উইকেট হারাতে দেননি তানজিদ হাসান ও সৌম্য সরকার।</p> <p>দুই বাঁহাতির ওপেনিং জুটিতে আসে ১০১ রান। এতে টি-টোয়েন্টিতে ১৪ ম্যাচ পর শত রানের উদ্বোধনি জুটি পায় বাংলাদেশ। নিজের চতুর্থ ম্যাচ খেলতে নামা তানজিদ ফিফটি পূর্ণ করেন ৩৪ বলে। ৫১ রানে জীবন পাওয়া এই ব্যাটার অবশ্য ৫২ রানে ফেরেন। যেখানে ৩৭ বলের ইনিংসটি সাজান ৭টি ছয় ও ১টি চারে।</p> <p>তানজিদ পঞ্চাশ রানের কোটা টপকাতে পারলেও ৪১ রানে আটকে যান সৌম্য। ২০২১ সালের জুলাই মাসের পর অর্থাৎ সব মিলিয়ে ২১ ইনিংস পর ত্রিশর্ধ্বো রানের ইনিংস খেলেন তিনি। দুই ওপেনারই ফেরান লুক জঙ্গি, ইনিংসের ১২তম ওভারে। এরপর ছন্দপতন বাংলাদেশের ব্যাটিং বিভাগে। পরের ১১ রানে হারায় ৬ উইকেট। তিনে নামা তাওহিদ হৃদয় ফেরেন ১২ রানে। রান খরায় ভোগা অধিনায়ক নাজমুল হোসেনব্যাটিং অর্ডার পরিবর্তে করে চারে নেমে আউট হন ২ রানে।</p> <p>তাওহিদ আর নাজমুলের মধ্যে ফেরেন প্রায় ১ বছর পর টি-টোয়েন্টি খেলতে নামা সাকিব আল হাসান। ৩ বলে ১ রান করেন এই বাঁহাতি। এরপর জিম্বাবুয়ের বোলারদের ধারাবাহিক বোলিংয়ের সামনে জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদরা কেউই সুবিধা করতে পারেননি। ইনংসের ১০ ওভারের সময় যখন মনে হচ্ছিল দুই শ ছোঁবে বাংলাদেশের ইনিংস, সেখানে ১৪৩ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা।</p>