<p>তাপদাহের মধ্যে দিনের বেলায় মেয়েদের ফুটবল লিগ আয়োজন নিয়ে সমালোচনা হচ্ছিল। ম্যাচ প্রতি ১৩ হাজার টাকার মত ফ্লাড লাইটের বিল দেওয়ার মত সঙ্গতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেই বলে জানিয়েছিলেন ফেডারেশনের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার। কিন্তু আজ লিগের উদ্বোধন করতে এসেই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন মেয়েদের খেলার সূচি পাল্টে দিলেন।</p> <p>‘আমি এখানে উদ্বোধন করতে আসার সময়ই অনুভব করলাম এই গরমে মানুষের পক্ষে ফুটবল খেলা সম্ভব নয় দিনের বেলায়। তাই ঠিক করেছি আগামীকাল থেকে ফ্লাডলাইটে খেলাগুলো হবে, বিকাল ৫ টায় ও সন্ধ্যা ৭ টায়।’ কমলাপুর স্টেডিয়ামে লিগ উদ্বোধনের সময়ই ঘোষণা করেছেন বাফুফে সভাপতি। আগেরদিন সংবাদ সম্মেলনে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যানের অপারগতা প্রকাশের পর একদিনের মাথায় সভাপতির অসম্ভবকে সম্ভব করা কি করে সম্ভব হলো, এমন প্রশ্নে সালাউদ্দিনের উত্তর, ‘আমার অফিস যা করেছে সেটাই করার কথা। কারণ আমাদের অর্থ সংকট আছে। কিন্তু তার জন্য কোন কিছুই আসলে থেমে নেই। আমি আমার সেক্রেটারিকে বলেছি তুমি ক্রীড়া পরিষদের সঙ্গে কথা বলো, অর্থের সংস্থান আমি করবো।’</p> <p>তাতেই মেয়েদের ফুটবলে আসলে স্বস্তি ফিরেছে। কমলাপর স্টেডিয়ামে ঘাসেও নয়, মেয়েদের খেলতে হলো টার্ফে। যা রোদে আরও বেশি গরম হয়ে ওঠে। প্রাথমিকভাবে খেলার সূচি ছিল সকাল সাড়ে নয়টা ও বিকাল পৌনে চারটা। আজ সেই সূচি মেনে আতাউর রহমান ভূইয়া সিএসসি ও সেনাবাহিনী ফুটবল ক্লাবের মধ্যে উদ্বোধনী ম্যাচটি হচ্ছে। আগামীকাল থেকেই খেলাগুলো হবে ফ্লাডলাইটে। বাফুফে থেকে পরে চুড়ান্ত হয়েছে খেলাগুলো হবে বিকাল ৫ টা ও সন্ধ্যা সাড়ে ৭টায়।</p>