<p>ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আজ অষ্টম রাউন্ডের ৩টি ম্যাচ হওয়ার কথা। তবে ফতুল্লায় মোহামেডান বনাম আবাহনীর মধ্যকার ম্যাচটি শুরু হলেও বিকেএসপির ম্যাচ দুটি আর মাঠে গড়ায়নি। দীর্ঘ জ্যামের কারণে মাঠে পৌছাতে পারেননি চার দলের ক্রিকেটাররা। এজন্য আজকের মতো স্থগিত করা হয়েছে ম্যাচ দুটি। রিজার্ভ ডে'তে মাঠে গড়াবে স্থগিত হওয়া ম্যাচ দুটি।</p> <p>বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের। দল দুটির একজন অফিশিয়াল ও একজন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, খেলার জন্য যথা সময়ে ঢাকা থেকে রওয়ানা করেন তারা। হেমায়েতপুর থেকে শুরু হয় দীর্ঘ জ্যাম। সাভারে একটি বাসে আগুন লাগার কারণে এই জ্যামের সূত্রপাত বলে জানা যায়।</p> <p>জ্যাম না কমায় ম্যাচ শুরুর সময় শেষ হলে অফিশিয়ালরা ম্যাচ দুটি স্থগিতের সিদ্ধান্ত নেন। এজন্য আবার ঢাকায় ফিরে আসেন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ আর ম্যাচ অফিশিয়ালরা।</p> <p>বিকেএসপিতে অন্য ম্যাচটি ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) থেকে বলা হয়, আজকের স্থগিত হওয়া ম্যাচ দুটি আগামীকাল বিকেএসপিতে একই মাঠে, একই সময়ে শুরু হবে। আবার একই মাঠে কাল যে দুটি ম্যাচের সূচি আছে, সে দুটি একদিন পিছিয়ে শুরু হবে তার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার।</p>