<p>টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই আসরে সুখস্মৃতি নেই বললেই চলে বাংলাদেশের। এবার সেই পরিস্থিতির পরিবর্তনের বার্তা শোনা গিয়েছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও কোচ চন্দিকা হাতুরাসিংহের কণ্ঠে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে কথার সঙ্গে কাজের মিল খুব একটা পাওয়া যায়নি।</p> <p>ব্যাটিং ব্যর্থতার গ্লানি নিয়ে লঙ্কানদের বিপক্ষে ৩২৮ রানের বড় ব্যবধানে টেস্ট হেরেছে স্বাগতিকরা। সিলেট টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। সিরিজে ফিরতে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। অধিনায়ক হিসেবে নিরাপদ ক্রিকেট নয় বরং জয়ের জন্যই খেলার কথাই জানিয়েছেন নাজমুল, ‘আমি অধিনায়ক হিসেবে নিরাপদ ক্রিকেট খেলতে চাই না। পরের ম্যাচ জেতার জন্যই খেলব এবং ওই অনুযায়ী প্রস্তুতি-পরিকল্পনা করব।’</p> <p>দ্বিতীয় টেস্টে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের ফেরা একপ্রকার নিশ্চিত। সাকিবের অভিজ্ঞতা দলকে সহায়তা করবে বলে মনে করেন নাজমুল, ‘সিনিয়র খেলোয়াড় থাকার তো অবশ্যই স্বস্তির। সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় যদি দলে আসে, প্রত্যেক খেলোয়াড়ের জন্য ভালো হয়। তার অভিজ্ঞতা আমাদের দলকে অনেক সহায়তা করবে। যদি ফেরেন তাহলে ভালোই হবে।’</p>