<p>এমন ঘটনা আগেও ঘটিয়েছিলেন বলে তার বিপক্ষে অভিযোগের পাহাড় জমেছিল। এবার হাতেনাতে ধরা খেয়ে গেলেন বিদ্যুৎ জয়সিমহা। টিম বাসের মধ্যে মদ্যপান করায় বিপাকে পড়তে হয়েছে ভারতের রাজ্য দল হায়দরাবাদ নারী ক্রিকেট দলের এই কোচকে। ঘটনা জানার পর বিদ্যুৎকে বরখাস্ত করেছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন।</p> <p>হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জগন মোহন রাও বলেন, ‘অত্যন্ত গুরুতর এই ঘটনা। আমি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি। এই বিষয়ে কাউকে রেহাই দেওয়া হবে না। তদন্ত শেষ হয়ে যাওয়ার পর সেই রিপোর্ট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত বিদ্যুৎ কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।’</p> <p>বিদ্যুতের টিম বাসে মদ্যপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা পড়ে দেশটির টেলিভিশন চ্যানেলেও দেখানো হয়। </p> <p>জানা গেছে, এমন ঘটনার জন্য আগেও সতর্ক করা হয়েছিল তাকে। তবে এবার ঘটনা চরম পর্যায়ে চলে গিয়েছে। ফলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন।</p>