<p>স্বপ্নের মতোই যেন সময়টা কাটাচ্ছেন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের জার্সিতে আছে উড়ন্ত ফর্মে। দরকারি সময়ে রিয়ালকে এনে দিচ্ছেন গোল। তাতে মন কেড়েছেন কোচ আনচেলোত্তির। এই ইতালিয়ানের চোখে, বেলিংহাম এখন বিশ্ব সেরা।</p> <p>এ মৌসুমে রিয়ালে যোগ দিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে করেছেন ১৭ গোল। শনিবার কোপা দেলরের ম্যাচে চতুর্থ স্তরের ক্লাব আরান্দিনার বিপক্ষে খেলবে রিয়াল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বেলিংহামকে প্রশংসায় ভাসিয়েছেন আনচেলোত্তি,'সে খুব ভালো করছে। মৌসুমের প্রথম ধাপ সে খুব ভালোভাবেই শেষ করেছে। ক্লাবের নতুন সংস্কৃতি এবং ভাষার সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। আমাদের কাছে অবশ্যই সে সেরা।'</p> <p>আরান্দিনার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা দেলরেতে অভিষেক হতে পারে বেলিংহামের। তুরস্কের তরুণ মিডফিল্ডার আরদা গুলারের অভিষেক হতে পারে এ ম্যাচে। আর চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন এদুয়ারদো কামাভিঙ্গা। তবে গোড়ালিতে আঘাত পাওয়া দলের সঙ্গে যাচ্ছেন না টনি ক্রুস। এছাড়াও বিশ্রাম দেওয়া হয়েছে ভিনিসিয়ুস জুনিয়র ও অরলিয়ে চুয়ামেনিকে।</p>