<p>কেপটাউনে মোহাম্মদ সিরাজের বোলিং আগুনে পুড়ে ছারখার দক্ষিণ আফ্রিকা। সিরিজ জয়ে চোখ রেখে খেলতে নেমে নিউল্যান্ডসে ৫৫ রানে গুটিয়ে গেছে প্রোটিয়াদের প্রথম ইনিংস। ৯ ওভার বোলিং করে ৩টি মেডেনসহ মাত্র ১৫ রান খরচায় ৬ শিকার ঝুলিতে ভরে দক্ষিণ আফ্রিকা ইনিংস ধস নামানোর আসল কারিগর সিরাজ।</p> <p>সিরাজের আগুন ঝরানো বোলিংয়ে ভারতের বিপক্ষে পাঁচ দিনের কুলীন ক্রিকেটে সবচেয়ে কম রানে ‍গুঁড়িয়ে যাওয়ার অগৌরবের রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে যেকোনো দেশেরই লাল বলের ক্রিকেটে সবচেয়ে কম রানে গুঁড়িয়ে যাওয়ার রেকর্ড এটা। আগের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের ৬২ রান।</p> <p>২০২১ সালে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ওই অপ্রীতিকর অবস্থায় পড়তে হয়েছিল কিউইদের। এই ভারতের বিপক্ষেই ২০১৫ সালে নাগপুর টেস্টে ৭৯ রানে অল আউট হয়েছিল প্রোটিয়ারা। এর আগে ২০০৬ সালে নিজেদের চেনা ডেরায় (জোহানেসবার্গে) ভারতের বিপক্ষে ৮৪ রানে অল আউট হয়েছিল তারা। </p> <p>কেপটাউনে নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর সবচেয়ে কম রানে অল আউটের লজ্জায় ডুবেছে দক্ষিণ আফ্রিকা। ১৯৯২ সালে প্রত্যাবর্তনের পর টেস্টে প্রোটিয়াদের আগের সর্বনিম্ন দলীয় স্কোর ছিল ৭৩। ২০১৮ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ওই অগৌবের রেকর্ড গড়েছিল তারা। এক শর নিচে গুটিয়ে যাওয়ার নজির তাদের আছে আরো বেশ কয়েকটা। </p> <p>টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন দলীয় ইনিংস অবশ্য ওপরের একটিও নয়। ৩০ রানে গুঁড়িয়ে যাওয়ার দুটি বিবর্ণ অতীতও আছে দক্ষিণ আফ্রিকার। দুটি ঘটনাই অবশ্য নির্বাসনের শাস্তি পাওয়ার আগের। প্রথমবার ১২৪ বছর আগের। ১৮৯৬ সালে পোর্ট এলিজাবেথ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩০ রানে অল আউট হয়েছিল তারা। </p> <p>দলের একজন মাত্র ব্যাটার ওই ইনিংসে ছুঁয়েছিলেন দুই অঙ্কের স্কোর। ওই ম্যাচের প্রথম ইনিংসে তারা অল আউট হয়েছিল ৯৩ রানে। এর ২৮ বছর পর ১৯২৪ সালের জুনে অনুষ্ঠিত বার্মিংহামে ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসে ৩০ রানে গুটিয়ে গিয়েছিল প্রোটিয়ারা। সেবার কোনো প্রোটিয়ারা ব্যাটারই পারেননি দুই অঙ্কের স্কোর ছুঁতে।</p> <p>লাল বলের কুলীন ক্রিকেটে অল্প রানে প্যাকেট হওয়ার অগৌরবের কীর্তিতে অনন্য দক্ষিণ আফ্রিকা। টেস্টের সর্বনিম্ন দলীয় পাঁচটি স্কোরের চারটিই রংধনুর দেশটির। ১৮৯৯ সালের ১ এপ্রিল শুরু কেপটাউন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে অল আউট হয়েছিল প্রোটিয়ারা। আর ১৯৩২ সালের ১২ ফেব্রুয়ারি শুরু মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা গুটিয়ে যায় ৩৬ রানে। </p> <p>১৩৭ বছরের টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন চারটি দলীয় স্কোর দক্ষিণ আফ্রিকার হলেও লাল বলে সবচেয়ে কম রানে অল আউটের নজির কিন্তু তাদের নয়। লজ্জার এ রেকর্ডের সঙ্গে জুড়ে আছে নিউজিল্যান্ডের নাম। ঘটনাটা গত শতাব্দীর মাঝামাঝির। নিজেদের ডেরায় ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল কিউইরা। ১৯৫৫ সালের ২৫ মার্চ অকল্যান্ডে শুরু সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসটা একেবারে খারাপ ছিল না তাদের। প্রথম ইনিংসে ২০০ করার পর ইংল্যান্ডকেও আটকে ফেলে ২৪৬ রানে! কিন্তু চরম ব্যাটিং বিপর্যয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৬ রানে গুটিয়ে গিয়ে ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডুবেছিল নিউজিল্যান্ড।</p> <p>৬৯ বছর আগের ওই স্কোরটিই টেস্ট ইতিহাসের এখনো পর্যন্ত সবচেয়ে কম রানের দলীয় ইনিংস। আগের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। তারা দ্বিতীয় স্থানে নেমে গেছে কিউইদের ওই ইনিংসটার কল্যাণে! ক্রিকইনফো</p>