<p>ফিফা র‍্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। শুক্রবার সবশেষ ফিফার হালনাগাদে ১৪২ থেকে ১৪০ এ উঠে এসেছেন সাবিনা খাতুনরা।</p> <p>চলতি মাসে দুইটি ফিফা প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা। র‍্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে দুই ম্যাচেই হারায় বাংলার মেয়েরা। প্রথম ম্যাচে ৩-০ এবং পরের ম্যাচে বাংলাদেশ জিতে ৮-০ ব্যবধানে। দারুণ দুই জয়েই র‍্যাংকিংয়ে এগিয়েছে মেয়েরা।</p> <p>দক্ষিণ এশিয়া অঞ্চলে পিছিয়ে ভারত। ৬১ থেকে নেমে ৬৫তম স্থানে। এছাড়া নেপাল, ভুটান, মালদ্বীপ ও পাকিস্তানও পিছিয়েছে।</p> <p>মেয়েদের বিশ্ব ফুটবলে শীর্ষ স্থানে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। দুইয়ে যুক্তরাষ্ট্র ও তিনে ফ্রান্স। অষ্টম স্থানে এশিয়ার দেশ জাপান।</p>