<p>চার বছর পর পাকিস্তান দল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল পার্থে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের আগের দিন অর্থাৎ আজ নিজেদের একাদশ জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান দুই দলই।</p> <p>এ ম্যাচে টেস্টের অভিষেক ক্যাপ পরবেন পাকিস্তানের দুই ক্রিকেটার খুররম শাহজাদ ও আমের জামাল। ডানহাতি পেসার খুররম ৪৫টি প্রথম শ্রেণির ম্যাচে ১৩৬ উইকেট নিয়েছেন। ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার জামাল ২৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৬৭৮ রানের পাশাপাশি নিয়েছেন ৭৬ উইকেট।</p> <p>এই ম্যাচ দিয়ে পাকিস্তানের ৩৫তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হবে শান মাসুদের।</p> <p><strong>দুই দলের একাদশ<br /> অস্ট্রেলিয়া : </strong>প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।</p> <p><strong>পাকিস্তান : </strong>ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজম, সউদ শাকিল, সরফরাজ আহমেদ, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, আমের জামাল ও খুররম শাহজাদ।</p>