<p>‘সিলেটে এসে অনেকের কাছে এখানকার চা-বাগানের সৌন্দর্যের কথা শুনেছি।’ এভাবেই বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু শহর সিলেটের প্রশংসা করছিলেন সফরকারী দলের মিডিয়া ম্যানেজার। আজ (গতকাল) তো অবসর ছিল, সিলেটের সেই সৌন্দর্য উপভোগ করেছ নিশ্চয়ই? গতকাল সন্ধ্যায় মুঠোফোনে করা এমন প্রশ্নে বললেন, ‘অনুশীলন না থাকলেও প্রচণ্ড ব্যস্ত। এত সময় পাব কোথায়! তবে কয়েকজন ক্রিকেটার কাছে কোথাও গিয়েছিল।’</p> <p>দুই দিন অনুশীলনের পর গতকাল বিশ্রামে কাটিয়েছে নিউজিল্যান্ড দল। অনুশীলনের সূচি ছিল না বাংলাদেশ দলেরও। দুই দলের অনুশীলন না থাকায় বিসিবির মিডিয়া বিভাগ জানিয়ে দিয়েছিল, সংবাদমাধ্যমের কর্মীদের জন্য বন্ধ থাকবে স্টেডিয়ামের দরজা। তবু মমিনুল হক, তাইজুল ইসলামসহ বাংলাদেশ দলের তিন ক্রিকেটার সিলেট স্টেডিয়ামে গিয়েছিলেন ফিটনেস অনুশীলনের জন্য। বাকিরাও গোটা দিন হোটেলবন্দি থাকেননি।</p> <p>গতকাল বিশ্রামের দিন সিলেট-ঢাকা-সিলেট যাতায়াতের মধ্যে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন। পারিবারিক কারণে তিনি ঢাকায় এসেছিলেন বলে জানা গেছে। বাংলাদেশ দল যেদিন সিলেট যায়, নাজমুল গিয়েছিলেন তার পরদিন। গতকাল ‘ছুটি’ কাটালেও আজ পুরোদমে অনুশীলনে ফিরবে দুই দল। ২৮ নভেম্বর শুরু হতে যাওয়া এই টেস্ট দিয়ে পাঁচ বছর পর লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে সিলেটে।</p> <p>নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট শেষ হওয়ার পর তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ওদের দেশে যাবে বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার আগে এই সিরিজের বাইরে থেকে ডাক পাওয়া কয়েকজন ক্রিকেটারের চলে যাওয়ার কথা। সেই দলে থাকতে পারেন সম্ভাব্য এমন কয়েকজন ক্রিকেটারকে আজ ঢাকায় অনুশীলন শুরু করতে বলেছে বিসিবি।</p> <p>বিসিবির কোচ সোহেল ইসলামের উপস্থিতিতে মিরপুরে সাদা বলের অনুশীলনে যোগ দেবেন শেখ মেহেদী হাসান, এনামুল হক বিজয়, আফিফ হোসেনসহ বেশ কয়েকজন। নিউজিল্যান্ড সফরের দল ঘোষণার আগ অবধি অনুশীলন করবেন তাঁরা। দল ঘোষণার পর নির্বাচিতরা অনুশীলন চালিয়ে যাবেন।</p>