<p>সফলভাবে সম্পন্ন হয়েছে নেইমারের হাঁটুর অস্ত্রোপচার। গতকাল ব্রাজিলের বেলো হরিজন্তের হাসপাতালে ডাক্তার রদ্রিগো লাসমারের অধীনে এই অস্ত্রোপচার করানো হয়। তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সেটা অবশ্য পরিস্কার করে কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আগামী বছর কোপা আমেরিকার আগেই সুস্থ হয়ে উঠবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ২০২৪ সালের জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার এবারের আসর।</p> <p>গত মাসে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বাম পায়ের হাঁটুতে আঘাত পান নেইমার। আঘাত এতটাই গুরুতর ছিল যে, কাঁদতে কাঁদতে স্টেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। এরপর ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছিল, অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। সেটাই গতকাল সম্পন্ন হয়েছে।</p> <figure class="image"><img alt="১১১" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/rana/167847506136501000x600.jpg" width="1000" /> <figcaption><em><strong>অস্ত্রোপচারের পর নেইমার। ছবিঃ ইনস্টাগ্রাম</strong></em></figcaption> </figure> <p>পিএসজি ছেড়ে এ মৌসুমে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। চোট কাটিয়ে সাত মাস পর গত সেপ্টেম্বরেই মাঠে ফিরেছিলেন। ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র পাঁচটি ম্যাচ। কয়েক দিনের ব্যবধানেই আবারও মাঠের বাইরে ছিটকে যেতে হলো ব্রাজিল ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলদাতার। </p> <p>এদিকে হ্যামেস্ট্রিংয়ের চোটে পড়ে  কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ব্রাজিল মিডফিল্ডার কাসেমিরো। এতে এ মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে তাঁর খেলা নিয়ে আছে শঙ্কা। এর মধ্যে আছে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচও। গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের সঙ্গে কাসেমিরোকে না পাওয়া বড় ধাক্কা সেলেসাওদের। ম্যাচটি হবে ২২ নভেম্বর। এর আগে ১৭ নভেম্বর কলোম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।  </p>