<p>সব ধরণের ফুটবল থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে ফিফা। মেয়েদের বিশ্বকাপ ফাইনাল ম্যাচের পর স্পেনের মিডফিল্ডার জেনি হেরমোসো পদক নেওয়ার সময় রুবিয়ালেসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গেলে তিনি তাঁর ঠোটে চুমু দেন। সেই ঘটনার রেশ ধরে সেসময় তাঁকে ফিফা থেকেও সাময়িক নিষিদ্ধ করা হয়েছিল। এরপর পূর্ণ তদন্ত শেষে রুবিয়ালেসকে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।</p> <p>ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে রুবিয়ালেস তখন বলেছিলেন, চুমোর বিষয়টি ছিল পারস্পরিক, স্বতঃস্ফূর্ত ও উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। বিষয়টি নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় হেরমোসোও বলেছিলেন, এ নিয়ে তাঁর কোনো সমস্যা নেই। এরপরেও বিতর্ক থামেনি। পরবর্তীতে হেরমোসোও রুবিয়ালেসের শাস্তি দাবি করেন। ক্ষিপ্ত হয়ে বিশ্বজয়ী দলের ২৩ ফুটবলার ঘোষণা দিয়েছিল যে, রুবিয়ালেস পদত্যাগ না করা পর্যন্ত তাঁরা জাতীয় দলের হয়ে খেলবেন না। তাঁদের সঙ্গে সংহতি জানিয়েছেন আরও অনেকে। এরপরেই এ নিয়ে ফিফা অধিকতর তদন্তে নামে। নানা দিক থেকে বিতর্কের চাপে স্প্যানিশ ফুটবল ফেডারেশন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন রুবিয়ালেস।</p> <p>রুবিয়ালেসের শাস্তির খবরের আগেই স্পেনের মেয়েরাও মাঠে ফিরেছে। গত ২৭ অক্টোবর উয়েফা নেশন্স লিগে ইতালির বিপক্ষে স্পেনের হয়ে মাঠে নেমেছিলে হেরমোসোও। খেলেছেন দলের অন্যরাও। </p>