<p>ভারত বিশ্বকাপের শুরু থেকে বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এবার অভিযোগ তুলেছেন, পাকিস্তানের ম্যাচগুলো খেলানো হচ্ছে ব্যবহৃত পিচে।</p> <p>আজ চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। একই মাঠে নিজেদের সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন বাবর আজমরা। এই ম্যাচের উইকেট নিয়ে আপত্তি তুলেছেন হাফিজ। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের মতে, ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ হয়েছিল যে উইকেটে, সেটাতে খেলানো হয়েছে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। </p> <p>নিজের এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে সেখানে হাফিজ বলেন, 'পাকিস্তানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহৃত করা পিচে খেলানো হচ্ছে। যে পিচে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হলো, সেই পিচ এই ম্যাচের জন্য ফ্রি রাখা হয়েছিল। অন্য কোনো দলকে এমন পিচে খেলতে হবে না। সুনির্দিষ্ট কারণে এ রকম করা হলো।'</p> <p>এই ভিডিও শেয়ার দেওয়ার সময় একটি ক্যাপশন জুড়ে দিয়েছেন হাফিজ। সেখানে লিখেছেন, 'টসের সময় স্পাইডার-ক্যাম প্রযুক্তি ব্যবহার করা উচিত।'</p> <p>মূলত টস ম্যাচের ফলাফলের অন্যতম নির্ণায়ক। উইকেটের আচরণ, ফ্লাডলাইট, শিশির- একাধিক বিষয় বিবেচনা করে টসজয়ী দল পছন্দমতো সিদ্ধান্ত নেয়। টস ম্যাচের ফলাফলে একমাত্র কারণ না হলেও, টসজয়ী দল যে বাড়তি সুবিধা পায়, সে কথা বলার অবকাশ থাকে না। সে কারণে হাফিজ মনে করেন, টসের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন।<br />  </p>