<p>বিশ্বকাপের ম্যাচে আগামী ১৯ অক্টোবর পুনেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ ঘিরে বিশ্বকাপের অফিশিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস নেটওয়ার্ক একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করেছে। সেখানে বাংলাদেশকে কটাক্ষ করা হয়েছে বলে মনে করছেন অনেকে।</p> <p>ক্রিকেট মাঠে প্রতিবেশী দুই দেশের লড়াইয়ের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর উত্তাপ ছড়িয়ে পড়ে। এবার বিশ্বকাপের ম্যাচ ঘিরেও সেই আবহ তৈরি হচ্ছে। যার শুরুটা হলো স্টার স্পোর্টসের মাধ্যমে। </p> <p><iframe frameborder="0" height="400" scrolling="yes" src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fstarsportsindia%2Fvideos%2F2796838250482480%2F" width="600"></iframe></p> <p>৩০ সেকেন্ডের যে বিজ্ঞাপনচিত্র তৈরি করেছে স্টার স্পোর্টস, শুরুতে দেখানো হয় ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে। এরপর দৃশ্যপটে হাজির হন বাংলাদেশের জার্সি পরা এক সমর্থক। বহুল আলোচিত 'নাগিন ড্যান্স' দিতে দেখা যায় সেই সমর্থককে। ব্যাকগ্রাউন্ডে বীণের শব্দ, ভারতের জার্সি পরা দুইজন সমর্থক উপভোগ করছেন সর্পনৃত্য। বাংলাদেশের জার্সি পরে সর্পনৃত্য করা ব্যক্তি হিন্দিতে বলেন, আমরা ভারতের মাটিতে ভারতকে হারাব।</p> <p>এরপর ভারতীয় এক সমর্থক বীণ বাজানোর অভিনয় করেন, যা বাংলাদেশের সমর্থক শুনতে পাননি। আরেক ভারতীয় সমর্থক বলেন, এটা হলো বিজয়ধ্বনি। যা ভারতের মাটিতে ভারতের বিপক্ষে তোমরা কখনোই শোনোনি, এবারও শুনতে পাবে না।</p> <p>বিজ্ঞাপনের শেষদিকে কোহলির হাঁকানো একটি কাভার ড্রাইভ এসে আঘাত করে বাংলাদেশের সমর্থকের গায়ে, এমন দৃশ্য দেখানো হয়। আর পর্দায় লেখা ভেসে ওঠে- নাগিন ডান্স? কোনো সুযোগই নেই।</p> <p>এই বিজ্ঞাপনকে ভালোভাবেই নেননি বাংলাদেশি সমর্থকরা। অনেকে প্রশ্ন তুলেছেন নীতি-নৈতিকতা। অনেকে মন্তব্য করেছেন, শেষ দ্বিপক্ষীয় সিরিজ আর এশিয়া কাপের স্মৃতি মনে করো। কেউ লিখেছেন, এর জবাব মাঠে দেওয়া হবে।</p>