<p>উপমহাদেশে বিশ্বকাপ হলেও শিরোপার দাবিদার দলগুলো স্কোয়াডে এবার এক ঝাঁক পেসার রেখেছে। এই পেসারদের অধিকাংশ ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের ওপর বল করে ব্যাটারদের ভড়কে দিতে পারেন। এমনই পাঁচ পেসারের দিকে এবার চোখ রাখতে বললেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন।</p> <p>ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের সাথে আলাপকালে ভারত বিশ্বকাপে নিজের পছন্দের পাঁচ পেসার হিসেবে ভারতের মোহাম্মদ সিরাজ, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, পাকিস্তানের শাহিন আফ্রিদি, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও ইংল্যান্ডের মার্ক উডকে বেছে নেন স্টেইন।</p> <p>খেলোয়াড়িজীবনে বল হাতে গতির ঝর তুলে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৯৯ উইকেট নেওয়া স্টেইন বলেছেন, ‘উড, আফ্রিদি, বোল্ট, সিরাজ ও রাবাদা সবাই নিজেদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপে উজ্জ্বল হয়ে উঠবে। যা স্মরণীয় হয়ে থাকবে। এই পাঁচ বোলারের বোলিং কারিকুরি ও নৈপুণ্য প্রদর্শনী উপভোগের জন্য অপেক্ষা করুন।’</p> <p>এই পাঁচ পেসারের মধ্যে ভারতের বিপক্ষে পাকিস্তানের শাহিন আফ্রিদির বোলিং দেখতে মুখিয়ে থাকবেন বলে জানিয়েছেন স্টেইন, ‘আফ্রিদির বোলিং দেখার মতো হবে। বিশেষ করে সে যখন রোহিত শর্মার মুখোমুখি হবে।’</p>