<p>সৌদি আরবে প্রথম মৌসুমটা ভালো কাটেনি পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে দ্বিতীয় মৌসুমে রীতিমতো উড়ছেন সিআর সেভেন। শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে রিয়াদের কিং সৌদ স্টেডিয়ামে আল আহলির বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। ম্যাচে ৪-৩ গোলে জয় পেয়েছে আল নাসর। দলটির হয়ে জোড়া গোল করেছেন রোনালদো।</p> <p>ম্যাচের চতুর্থ মিনিটেই সাদিও মানের পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন রোনালদো। তবে সে সময় গ্যালারি থেকে ধোঁয়া এসে মাঠের এক পাশ প্রায় অন্ধকারে পরিণত করেছিল। রোনালদো যখন গোলপোস্ট লক্ষ্য করে শট নেন, তখন আল আহলির গোলরক্ষক এদোয়ার্দো মেন্ডিকে ঠিকমতো দেখাই যাচ্ছিল না, ধোঁয়ায় ঢাকা পড়েছিলেন তিনি।</p> <p><iframe align="middle" frameborder="0" height="560" scrolling="no" src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FMARCAinEnglish%2Fvideos%2F984621606173241%2F&show_text=false&width=560&t=0" style="border:none;overflow:hidden" width="1000"></iframe></p> <p>১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিস্কা। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আরো একটি গোল করেন তালিস্কা। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। ম্যাচের ৫২তম মিনিটে নিজেদের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। আল আহলির হয়ে গোল করেন ফ্যাঙ্কি কেসি, রিয়াদ মাহেরেজ ও বিরাকান। শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা।</p> <p>বড় জয়ের পরও অবশ্য স্বস্তিতে নেই আল নাসর। ৭ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ।</p>