<p>উপমহাদেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ হচ্ছে বিধায় অনেকেই স্বাগতিক ভারত এবং তাদের প্রতিবেশী পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন। সদ্যই তো অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টও বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে পাকিস্তানের নাম বলেছেন। কিন্তু ভারতের সাবেক স্পিনার হরভজন সিং পাকিস্তানকে পাত্তাই দিলেন না! </p> <p>আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের ১ নম্বরে থাকা পাকিস্তানকে ‘সাদামাটা দল’ হিসেবে দেখেন হরভজন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘বাকি একটা জায়গার জন্য অনেকেই বলছেন পাকিস্তানের নাম। কিন্তু ৫০ ওভারের সংস্করণে তারা সাদামাটা দল। তারা শুধু টি-টোয়েন্টি ভালো খেলে। সেমিফাইনালিস্টের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমার পছন্দ নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড—এরাই আমার চার সেমিফাইনালিস্ট।’</p> <p>৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপে স্বাভাবিকভাবেই ফেবারিট স্বাগতিক ভারত। অন্যদিকে সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারতের কাছে ২২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। তাছাড়া তাদের পেসার নাসিম শাহর বিশ্বকাপ শেষ হয়ে গেছে। হারিস রউফও পুরোপুরি ফিট নন। পাকিস্তানের ব্যাটিংয়ের অধারাবাহিকতা সবসময়ই আছে। তারপরও পরিচিত কন্ডিশনে পাকিস্তান সেমিফাইনাল খেলতে পারবে বলে মনে করেন অনেকেই। হরভজন এমনটা মনে করেন না।</p> <p>বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এমনিতেই হাইভোল্টেজ ম্যাচ, তার ওপর ভারতের মাটিতে। সেই কাঙ্ক্ষিত ম্যাচটি নিয়ে হরভজন বলেছেন, ‘আশা করছি ভারত- অস্ট্রেলিয়া ম্যাচটি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যারাই সেই ম্যাচ জিতবে, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফেবারিট। সেমিফাইনাল ওঠার জন্য বড় প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, সেমিফাইনালের দৌড়ে আছে ভারত, আছে ইংল্যান্ডও।’</p>