<p>পরপর দুই বিশ্বকাপের দলে থেকেও কপাল পুড়ল দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আনরিখ নরকিয়ার। ইনজুরির কারণে তিনি আগামী ৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। পিঠের ইনজুরিতে আক্রান্ত হয়েছেন এই তারকা পেসার। এর আগে ইনজুরির কারণে তিনি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেননি।</p> <p>জানা গেছে, নরকিয়ার পিঠের নিচের দিকে স্ট্রেস ফ্র্যাকচার আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পর তার পিঠের নিচের অংশে স্ক্যান এবং পরীক্ষা করা হয়। সে সময় পিঠে ব্যথা করছিল তার। অন্যদিকে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার আরেক পেসার সিসান্দ মাগালা। তাকেও বিশ্বকাপে পাওয়া যাবে না। তাদের বদলি হিসেবে ডাকা হয়েছে লিজাড উইলিয়ামস ও পেস বোলিং অলরাউন্ডার আন্দিলে ফিকোয়াওকে।</p> <p>এই দুই পেসারের বাদ পড়া নিয়ে দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার বলেছেন, ‘আনরিখ ও সিসান্দার বাদ পড়া খুবই হতাশার। আমরা তাদের মনের অবস্থা টের পাচ্ছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে ফেরার জন্য তাদের সব ধরনের সহযোগিতা করব। এটা বৈশ্বিক আসরে আন্দিলে ও লিজাডের জন্যও পারফরম করার বড় সুযোগ। দুজনই আমাদের শীতকালীন প্রকল্পে ছিল, সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়ার সিরিজেও দক্ষিণ আফ্রিকাকে প্রতিনিধিত্ব করেছে।’</p>