আজও মালে থেকে ৩ পয়েন্ট তুলে নেওয়ার আত্মবিশ্বাস অস্কার ব্রুজোনের কণ্ঠে, ‘অ্যাওয়েতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এটি আমাদের জন্য। আমরা এখানে জয়ের জন্যই এসেছি। গত মৌসুমটা যেখানে শেষ করেছি সেই ধারাবাহিকতায়ই এএফসি কাপ আমরা শুরু করতে চাই।’
ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
আগের দিন ভারি বৃষ্টির কারণে অনুশীলনই করতে পারেনি বসুন্ধরা কিংস। গতকাল মালেতে অবশ্য বাগড়া দেয়নি বৃষ্টি। রৌদ্রময় বিকেলে ম্যাচ ভেন্যুতেই পুরোদমে প্রস্তুতি সেরেছে অস্কার ব্রুজোনের দল। আজ মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টসের বিপক্ষে এএফসি কাপ অভিযান শুরু করছে কিংস। আগের দুই মুখোমুখি সাক্ষাতেই জিতেছে কিংস। তাই জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা।