kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

কাবাডি লিগে চ্যাম্পিয়ন নৌবাহিনী

ক্রীড়া প্রতিবেদক   

১ অক্টোবর, ২০২২ ২২:০৫ | পড়া যাবে ১ মিনিটেকাবাডি লিগে চ্যাম্পিয়ন নৌবাহিনী

ছবি : কালের কণ্ঠ

প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রানার্স আপ বর্ডার গার্ড বাংলাদেশ এবং তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ পুলিশ।

পল্টনের কাবাডি স্টেডিয়ামে ৬টি সার্ভিসেস দল এবং ৮টি ক্লাবসহ মোট ১৪টি দল ৩ গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেয়। সুপার সিক্সে বর্ডার গার্ড বাংলাদেশকে পেছনে ফেলে শিরোপা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী।

বিজ্ঞাপন

সুপার সিক্সে নৌবাহিনীর অর্জন করে ১০ পয়েন্ট। ৮ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

৬ পয়েন্ট অর্জন করেছে পুলিশ। এছাড়া বিমানবাহিনী ৪ পয়েন্ট, বাংলাদেশ জেল ২ পয়েন্ট এবং আজাদ স্পোর্টিং ক্লাব পয়েন্টের খাতা খুলতে পারেনি। শনিবার সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারী দলকে ট্রফি প্রদান করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।সাতদিনের সেরা