kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

হকি খেললে গোলকিপার হতাম: নুরুল হাসান সোহান

ক্রীড়া প্রতিবেদক   

৩০ সেপ্টেম্বর, ২০২২ ১৮:০৭ | পড়া যাবে ২ মিনিটেহকি খেললে গোলকিপার হতাম: নুরুল হাসান সোহান

হকি লিগের লোগো উন্মোচন অনুষ্ঠানে সোহান। ছবি : মীর ফরিদ

আগামী অক্টোবরে টার্ফে গড়াবে ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট 'হকি চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টে অংশ নিবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। ইতমধ্যে চূড়ান্ত হয়ে গেছে দলগুলো। হকি এই টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আর্চার রোমান সানার মতো তারকারা।

বিজ্ঞাপন

 

ছবি : মীর ফরিদ

আজ শুক্রবার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় ফ্র্যাঞ্চাইজি হকি লিগের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসে হকি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। কখনো হকি না খেলা সোহান বললেন, যদি কখনো হকি খেলতেন তবে গোলকিপার হতেন তিনি।  

ছবি : মীর ফরিদ

গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান বলেছেন, 'হকি খেলা অনেক মজার। কিন্তু অনেক কঠিন খেলাটা। তবে এটা আমার কাছে বেশ ভালোই লাগে। হকিস্টিক হাতে নিলে আলাদা একটা পাওয়ার চলে আসে। কখনো হকি খেলিনি তবে যদি হকি খেলতাম তাহলে গোলকিপার হতাম। ' 

ছবি : মীর ফরিদ

সোহানের প্রত্যাশা এই ফ্র্যাঞ্চাইজি হকি লিগ থেকে অনেক উদীয়মান খেলোয়াড় উঠে আসবে, 'বাংলাদেশে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি হকি লিগ হচ্ছে। এখানে অনেক উদীয়মান খেলোয়াড় উঠে আসবে। আমাদের বিপিএল আয়োজনের পরে ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে। এবার আশা করি হকি এই লিগের মাধ্যমে হকিরও অনেক উন্নতি হবে । আমি শুনেছি হকি র‌্যাঙ্কিংয়ে ২৭ নম্বর আছে। ' 

ছবি : মীর ফরিদ

সোহান আরও বলেন, 'নিয়মিত খেললে ভালো সুযোগ আছে বিশ্বকাপে খেলার। আশা করি বাংলাদেশ দ্রুতই হকিতে বিশ্বকাপে খেলবে। বাংলাদেশের মানুষ খেলাধুলার প্রতি অনেক আবেগি। আমরা যখন ভালো করি বা খারাপ করি তখন অনেক প্রভাব পড়ে। ইমোশনের সঙ্গে কাজ করে। শুধু ক্রিকেট বা ফুটবল নয় হকি বা অন্য যেসব খেলা আছে সেসব খেলায় যে উন্নতি করতে পারি সেটাই আমরা চাই। 'সাতদিনের সেরা