kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

এশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের

অনলাইন ডেস্ক   

২৯ সেপ্টেম্বর, ২০২২ ২২:০২ | পড়া যাবে ২ মিনিটেএশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের

জাতীয় দলের অভিজ্ঞ অল-রাউন্ডার সালমা খাতুন । ছবি : মীর ফরিদ

ক্রিকেটে মেয়েরাই বাংলাদেশকে এনে দিয়েছিল প্রথম কোনো শিরোপা। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য- শিরোপা ধরে রাখা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী শনিবার থেকে শুরু হবে মেয়েদের এশিয়া কাপ। সাত দেশের এই টুর্নামেন্টে প্রথম দিন থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আজ অনুশীলন শেষে শিরোপা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশর অভিজ্ঞ অল-রাউন্ডার সালমা খাতুন।

সালমা বলেন, 'একটা ভালো টুর্নামেন্ট শেষ করে এসেছি। খেলোয়াড়রাও ফর্মে আছে। আমাদের প্রস্তুতি খুব ভালো। এখানে ভালোও কিছু আশা করছি। এখানে ভালো করতে হলে সবগুলো বিভাগেই ভালো করতে হবে। তিনটি বিভাগে ভালো করলেই সাফল্য আসবে। তবে, আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। দর্শকরা সবাই চায় বাংলাদেশ টিম ভালো করুক। আমরাও চাই ভালো খেলতে। দর্শকদের প্রত্যাশা পুরণ করতে চাই। মাঠে সেই চেষ্টা আমাদের থাকবে। '

সিলেটের মাঠে কিছুদিন আগেও খেলে গেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ক্রিকেটাররা অনুশীলন ক্যাম্পও করে গেছেন এখানে। এই অভিজ্ঞতাও মাঠে কাজে লাগবে বলে মনে করেন সালমা। তিনি বলেন, 'সিলেটে বলতে গেলে আমরা সবসময় থাকি। এখানে কিছুদিন আগেও খেলে গেছি। এখানেই আমাদের বেশিরভাগ খেলা ও প্র্যাকটিস হয়, ক্যাম্পও হয়। ফলে এখানকার উইকেট সম্পর্কে আমরা জানি। আবহাওয়া সম্পর্কেও জানি। মাঠে তা কাজে লাগাতে চেষ্টা করব। '

আজ বৃহস্পতিবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২ এ অনুশীলন করে বাংলাদেশ দল। এছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া ও আরব আমিরাত, পাকিস্তান ও শ্রীলঙ্কা দল দিনের বিভিন্ন সময়ে অনুশীলন করেছে একই মাঠে।  সালমা বলেন, 'আজকের অনুশীলনে সবাই ভালো করছে। এখানে দুদিন অনুশীলন করতে পারব আমরা। দলের সবাই ফিট এবং ফর্মে আছে। আশা করছি মাঠে সেরাটাই দিতে পারবে সবাই। টুর্নামেন্টে ভালো কিছু হবে বলেই আশা করছি। 'সাতদিনের সেরা