kalerkantho

রবিবার । ৪ ডিসেম্বর ২০২২ । ১৯ অগ্রহায়ণ ১৪২৯ । ৯ জমাদিউল আউয়াল ১৪৪৪

ধোনিকে ছাড়িয়ে গেলেন অধিনায়ক রোহিত

অনলাইন ডেস্ক   

২৯ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৫৩ | পড়া যাবে ১ মিনিটেধোনিকে ছাড়িয়ে গেলেন অধিনায়ক রোহিত

এশিয়া কাপে ভালো খেলেনি রোহিত শর্মার ভারত। তবে এরপর ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতেছে রোহিত শর্মার দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজের শুরুটাও হয়েছে জয় দিয়ে।

বিজ্ঞাপন

৮ উইকেটে জয়ের ম্যাচে একটি রেকর্ডই গড়ে ফেললেন ভারত অধিনায়ক।

বুধবার এই জয়ের সঙ্গে সঙ্গেই অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির একটি রেকর্ড ভাঙলেন রোহিত।  ভারতের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন তিনি। ২০১৬ সালে ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত ধোনি ১৫ টি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের নজির গড়েছিলেন। বুধবার সেই রেকর্ড ভেঙে দিলেন ‘হিটম্যান’। বছরের আরো তিন মাস বাকি থাকতেই অধিনায়ক রোহিতের জয়ের সংখ্যা দাঁড়িয়েছেন ১৬-তে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরো দুটি ম্যাচ বাকি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক ক্যালেন্ডার ইয়ারে জয়ের রেকর্ডটা রোহিত কোথায় নিয়ে যান রোহিত- সেটাই দেখার বিষয়।সাতদিনের সেরা