kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

বাংলাদেশের একাদশে সুযোগ হয়নি সৌম্য-শান্তর

অনলাইন ডেস্ক   

২৫ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৫৫ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের একাদশে সুযোগ হয়নি সৌম্য-শান্তর

দুবাইয়ে অনুশীলনে সৌম্য এবং শান্ত। ছবি : বিসিবি

আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ রবিবার মাঠে নামছে বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক আমিরাত। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের একাদশে সুযোগ হয়নি সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে আলোচিত দুই ক্রিকেটার সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তর।

চোট কাটিয়ে অনুমিতভাবেই একাদশে ফিরেছেন নুরুল হাসান সোহান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি।

বিজ্ঞাপন

তাদের মতোই একাদশে জায়গা মিলেছে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিনের।

বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ।সাতদিনের সেরা