kalerkantho

রবিবার । ৪ ডিসেম্বর ২০২২ । ১৯ অগ্রহায়ণ ১৪২৯ । ৯ জমাদিউল আউয়াল ১৪৪৪

মেসিকে আঘাত করে বিপাকে হন্ডুরাসের খেলোয়াড় (ভিডিও)

অনলাইন ডেস্ক   

২৪ সেপ্টেম্বর, ২০২২ ১১:৫৯ | পড়া যাবে ১ মিনিটেমেসিকে আঘাত করে বিপাকে হন্ডুরাসের খেলোয়াড় (ভিডিও)

আর্জেন্টিনার বর্তমান দলের প্রতিটি সদস্য লিওনেল মেসিকে খুবই ভালোবাসে। খেলার মাঠে মেসির গায়ে ফুলের টোকা লাগলেই প্রতিপক্ষের খেলোয়াড়দের দিকে তেড়েফুঁড়ে যান আর্জেন্টিনার খেলোয়াড়েরা। শনিবার ভোরে ফিফা র‍্যাঙ্কিংয়ের ৮০তম অবস্থানে থাকা হন্ডুরাসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচেও মেসির প্রতি এমন ভালোবাসা দেখাল আর্জেন্টাইন সতীর্থরা।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরেছে হন্ডুরাস। বল দখলের লড়াইয়ে না পেরে বার বার ফাউল করতে থাকে হন্ডুরাসের খেলোয়াড়েরা। পুরো ম্যাচে আর্জেন্টিনা হজম করেছে ১২টি ফাউল। ৩৮তম মিনিটে মেসিকে ফাউল করার সঙ্গে সঙ্গে দেখা যায়, পুরো আর্জেন্টিনা দলই রীতিমতো তেড়ে গেছে হন্ডুরাসের দেইবি ফ্লোরেসের দিকে!

হন্ডুরাসে ওই খেলোয়াড়কে রীতিমতো ঘিরে ধরেন ডি পল-প্যারেদেসরা। এই মুহূর্তের ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ফাউলটি অবশ্য গুরুতর ছিল না, মেসি উঠে দাঁড়িয়েছেন, দৌড়েছেন একটু পরেই। করেছেন জোড়া গোল।

আর্জেন্টিনা মিডফিল্ডার রদ্রিগো ডি পল কিছুদিন আগেই বলেছিলেন, ‘লিও যদি বলে তোমরা যুদ্ধে নেমে যাও, তাহলে আমরা যুদ্ধে নেমে যেতেও রাজি। ’ ডি পলের সেই কথার প্রতিফলন দেখল ফুটবল বিশ্ব।সাতদিনের সেরা