kalerkantho

রবিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১০ আশ্বিন ১৪২৯ ।  ২৮ সফর ১৪৪৪

উলভসকে হারিয়ে শীর্ষে ম্যানসিটি

অনলাইন ডেস্ক   

১৭ সেপ্টেম্বর, ২০২২ ২০:১৯ | পড়া যাবে ২ মিনিটেউলভসকে হারিয়ে শীর্ষে ম্যানসিটি

গোল উৎসব চলছেই আর্লিং হালান্ডের। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৩-০ ব্যবধানের জয়ে তিনি বল জালে পাঠিয়েছেন একবার। তাতে অনন্য এক রেকর্ডও গড়েছেন নরওয়ের এই ফরোয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে নিজের প্রথম চারটি অ্যাওয়ে ম্যাচেই গোল করলেন হালান্ড।

বিজ্ঞাপন

সব মিলিয়ে ম্যানসিটির জার্সিতে তাঁর গোল ১৪টি। ২০২০ সালের জানুয়ারিতে সলসবুর্গ ছাড়ার পর ৯৯ ম্যাচ খেলে হালান্ড করেছেন মোট ১০০ গোল।

ইত্তিহাদে খেলার ৫৫ সেকেন্ডেই সিটিজেনদের উৎসবে ভাসান জ্যাক গ্রিয়েলিশ। কেভিন ডি ব্রুইনের অ্যাসিস্টে খুব কাছ থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন ইংলিশ মিডফিল্ডার। ষোড়শ মিনিটে বের্নার্দো সিলভার অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে নেওয়া ডান পায়ের শটে ব্যবধান ২-০ করেন দারুণ ছন্দে থাকা আর্লিং হালান্ড। ৩৩ মিনিটে নাথান কলিন্স লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় উলভারহ্যাম্পটন। একজন বেশি নিয়ে খেলেও আরেকটি গোল পেতে ৬৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পেপ গার্দিওলার দলকে। কেভিন ডি ব্রুইনের অ্যাসিস্টে এবার স্কোরশিটে নাম ওঠান ফিল ফোডেন। বড় জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ম্যানসিটি। সাত ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৭। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ১৫। আজ ব্রেন্টফোর্ডের মাঠে জিতলে আবার শীর্ষে ফিরবে গানাররা। ইএসপিএনসাতদিনের সেরা