kalerkantho

মঙ্গলবার । ২৭ সেপ্টেম্বর ২০২২ । ১২ আশ্বিন ১৪২৯ ।  ৩০ সফর ১৪৪৪

কোহলির জন্য দোয়া করবেন পাকিস্তানের শাদাব খান

অনলাইন ডেস্ক   

২৭ আগস্ট, ২০২২ ১২:৩১ | পড়া যাবে ২ মিনিটেকোহলির জন্য দোয়া করবেন পাকিস্তানের শাদাব খান

ক্যারিয়ারের চরম দুঃসময় কাটাচ্ছেন বিরাট কোহলি। ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক গত আড়াই বছরের বেশি সময় ধরে তিন অঙ্কে যেতে পারছেন না। নিজেকে ফিরে পেতে বিশ্রামেও গিয়েছিলেন। আগামীকাল রবিবার এশিয়া কাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বাইশ গজে প্রত্যাবর্তন ঘটবে বিরাট কোহলির।

বিজ্ঞাপন

তার আগেই প্রতিপক্ষ ক্রিকেটারের 'দোয়া' পেলেন সাবেক ভারত অধিনায়ক।

কোহলির বাজে ফর্ম নিয়ে এর আগে সমবেদনা জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এবার দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে বিরাট কোহলির প্রসঙ্গে সহ-অধিনায়ক শাদাব বলেছেন, 'আমি দোয়া করব, সে যেন স্বরূপে ফিরতে পারে। সে এখনো ভালোই করছে, কিন্তু নিজের মান এমন জায়গায় নিয়ে গেছে যে দেখে মনে হয় ফর্মে নেই। আমি ব্যক্তিগতভাবে চাই, সে সেঞ্চুরি করুক, তবে সেটি যেন আমাদের বিপক্ষে না হয়। টুর্নামেন্টে অন্য কোনো দলের বিপক্ষে করুক। '

আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের সর্বশেষ সেঞ্চুরি করেন কোহলি। দীর্ঘ সময় ধরে ফর্ম হারিয়ে ফেলা বিরাট কোহলিকে বাদ দিতে বলেছেন কপিল দেবের মতো কিংবদন্তিরা। এ বিষয়ে পাকিস্তানি লেগ স্পিনার শাদাব বলেন, 'তারা (সাবেক ক্রিকেটাররা) তো এখন আর খেলে না। সে জন্যই হয়তো মনে করে, কোহলি আর আগের মতো ভীতি–জাগানিয়া নেই। সে খেলাটির কিংবদন্তি। বড় মাপের ক্রিকেটার বলে যখনই নামুক, ভীতি জাগবেই। আমরা চাই না সে আমাদের বিপক্ষে বড় ইনিংস খেলুক। 'সাতদিনের সেরা