kalerkantho

শুক্রবার । ৩০ সেপ্টেম্বর ২০২২ । ১৫ আশ্বিন ১৪২৯ ।  ৩ রবিউল আউয়াল ১৪৪৪

ক্লাবের সামনে লেভানডস্কির ৬৭ লাখের ঘড়ি ছিনতাই!

অনলাইন ডেস্ক   

১৯ আগস্ট, ২০২২ ১৫:৪৬ | পড়া যাবে ১ মিনিটেক্লাবের সামনে লেভানডস্কির ৬৭ লাখের ঘড়ি ছিনতাই!

বার্সেলোনার অনুশীলন কেন্দ্রের সামনেই ছিনতাইকারীর কবলে পড়েছেন সদ্যই কাতালান ক্লাবটিতে যোগ দেওয়া রবার্ট লেভানডস্কি। তার ৬৭ লাখ টাকা মূল্যমানের একটি ঘড়ি ছিনিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী।  অবশ্য দ্রুত সময়েই ঘড়িটি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় বার্সলোনায় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

বিজ্ঞাপন

 খবর জানিয়েছে ইএসপিএন।

ক্লাবের অনুশীলন মাঠের বাইরে ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলেন লেভানডস্কি। সেইসঙ্গে তাদের ছবি তোলার আবদারও পূরণ করতে হচ্ছিল। তবে লেভানডস্কি ছিলেন গাড়িতে বসা। ওই অবস্থাতেই তিনি জানালার কাঁচ খুলে ভক্তদের আবদার মেটাচ্ছিলেন। সেই সময়ই হঠাৎ এক ব্যক্তি লেভানডস্কির ঘড়িটি ছিনতাই করে দৌড় দেন। লেভানডস্কি তাকে ধরার চেষ্টা করেও পারেননি।

এরপর লেভানডস্কির অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং ঘড়িসহ ওই ছিনতাইকারীকে আটক করে। উল্লেখ্য, লিওনেল মেসি চলে যাওয়ার পর বার্সার অন্যতম নামী ফুটবলার এখন লেভানডস্কি। আগামী রবিবার লা লিগায় বার্সেলোনা খেলবে রিয়াল সোসিয়াদের বিপক্ষে। স্প্যানিশ লিগের প্রথম ম্যাচে রায়ো ভ্যালেকানোর বিপক্ষে তারা গোলশূন্য ড্র করেছিল।সাতদিনের সেরা