kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

জিম্বাবুয়েতে যাওয়া হচ্ছে না ওয়াশিংটনের

অনলাইন ডেস্ক   

১৬ আগস্ট, ২০২২ ১৫:৫১ | পড়া যাবে ১ মিনিটেজিম্বাবুয়েতে যাওয়া হচ্ছে না ওয়াশিংটনের

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। আসন্ন এই সিরিজে খেলা হচ্ছে না ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দরের। কাউন্টি দল ল্যাংকাশায়ারের হয়ে রয়াল লন্ডন ওয়ানডে চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার সময় তাঁর কাঁধে চোট লেগেছে।

ওয়াশিংটন ছিটকে যাওয়ায় কপাল খুলেছে শাহবাজ আহমেদের।

বিজ্ঞাপন

রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই অলরাউন্ডার প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় দলে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলছেন না রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকারা। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। আগামী ১৮, ২০ ও ২২ আগস্ট হবে ভারত-জিম্বাবুয়ে সিরিজের তিন ওয়ানডে। সবগুলো ম্যাচই খেলা হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

একনজরে ভারতের স্কোয়াড

লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, রুতুরাজ গাইকওয়াদ, শুভমান গিল, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান (উইকেটরক্ষক), সানজু স্যামসন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, কুলদ্বীপ যাদব, অক্ষর প্যাটেল, আভেশ খান, প্রশিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ ও দীপক চাহার।সাতদিনের সেরা