kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

গ্র্যান্ড মাস্টার্স নর্মে চোখ রেখে আমিরাত গেলেন ফাহাদ

অনলাইন ডেস্ক   

১৫ আগস্ট, ২০২২ ১৭:১৭ | পড়া যাবে ১ মিনিটেগ্র্যান্ড মাস্টার্স নর্মে চোখ রেখে আমিরাত গেলেন ফাহাদ

ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে আরব আমিরাতের বিমান ধরলেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। ভিসা জটিলতার কারণে তার আমিরাতে যাওয়া নিয়ে ছিল সংশয়। তবে সংশয় কাটিয়ে আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।

আগামীকাল (মঙ্গলবার) আবুধাবি এবং পরের সপ্তাহে খেলবেন দুবাইয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট।

বিজ্ঞাপন

এর পরই চলে যাবেন উজবেকিস্তানে। এই টুর্নামেন্টগুলোতে খেলবেন বিশ্বের বিখ্যাত গ্র্যান্ড মাস্টাররা। প্রতিটি টুর্নামেন্টেই গ্র্যান্ড মাস্টার্স নর্ম পাওয়ার সুযোগ আছে ফাহাদের সামনে।

ঢাকা ছাড়ার আগে গণমাধ্যমকে ফাহাদ বলেছেন, ‘আরব আমিরাতে খেলব বলে আমি দুই মাস ধরে অনুশীলন করে আসছি। সেখানে ভালো করতে পারলে নর্ম অর্জন সম্ভব হবে। আমি আমার মতো করে চেষ্টা করে যাব। ’

আবুধাবি ও দুবাইয়ের টুর্নামেন্টে ফাহাদ ছাড়াও খেলবেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, তার ছেলে তাহসিন তাজওয়ার ও আন্তর্জাতিক মাস্টার মেহেদী হাসান পরাগ।  

উজবেকিস্তানের টুর্নামেন্টে কেবল অংশ নেবেন ফাহাদ রহমান। সেখানে বাংলাদেশের আর কোনো প্রতিযোগী থাকছেন না।সাতদিনের সেরা