kalerkantho

মঙ্গলবার । ২৭ সেপ্টেম্বর ২০২২ । ১২ আশ্বিন ১৪২৯ ।  ৩০ সফর ১৪৪৪

জিম্বাবুয়ের দুর্দান্ত পারফরম্যান্স দেখে 'নার্ভাস' হয়ে গিয়েছিলেন এনামুলরা

অনলাইন ডেস্ক   

১২ আগস্ট, ২০২২ ২০:৫২ | পড়া যাবে ২ মিনিটেজিম্বাবুয়ের দুর্দান্ত পারফরম্যান্স দেখে 'নার্ভাস' হয়ে গিয়েছিলেন এনামুলরা

ছবি : মীর ফরিদ

জিম্বাবুয়ের কাছে অবিশ্বাস্যভাবে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ হেরে দেশে ফিরেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি যেমন তেমন, ওয়ানডেতে গত ৯ বছরে বাংলাদেশকে তো হারাতেই পারেনি জিম্বাবুয়ে! সেই দল এবার সিরিজ জিতে নিয়েছে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে। প্রথম দুই ম্যাচেই দুটি করে সেঞ্চুরি করেছেন স্বাগতিক ব্যাটাররা। এর মাঝে টানা দুটি সিকান্দার রাজার।

বিজ্ঞাপন

বাকি দুই সেঞ্চুরিয়ান রেজিস চাকাভা এবং ইনোসেন্ট কাইয়া।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ৩০৪ রানের টার্গেট তাড়া করে ৫ উইকেটে জেতে জিম্বাবুয়ে। দ্বিতীয় ওয়ানডেতে তারা জিতেছে ২৯০ রান তাড়া করে। জিম্বাবুয়ের এমন দুর্ধর্ষ পারফরম্যান্স দেখে নার্ভাস হয়ে গিয়েছিল বাংলাদেশি ক্রিকেটাররা। আজ শুক্রবার জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে এনামুল হক বিজয় অকপটে স্বীকার করে নিলেন সে কথা, ‘অবশ্যই আমরা প্রথম ম্যাচটা হারার পর অনেক বেশি বিস্মিত হয়েছি। দ্বিতীয় ম্যাচে যখন দেখলাম যে একই পথে ওরা আগাচ্ছে, আমরা একটু নার্ভাস ছিলাম ওই সময়টাতে। ’

ওয়ানডের আগে টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে বাংলাদেশ। এই ফরম্যাটে টাইগাররা বরাবরই দুর্বল। তবে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন তরুণদের দিয়ে গঠিত দলটি প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু শেষ ম্যাচ ১০ রানে জিতে সিরিজ নিশ্চিত করে জিম্বাবুয়ে। ওই সিরিজ নিয়ে বিজয় বলেন, ‘আপনি যদি টি-টোয়েন্টি ধরেন, এটা আমরা সবাই জানি এবং বাংলাদেশের সবাই জানে যে আমরা টি-টোয়েন্টিতে ভালো করছি না। আসলে ওয়ানডে ক্রিকেট তো আমরা দুই বছর ধরে খুব ভালো খেলছি। ’

সব মিলিয়ে ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারা বিজয়ের কাছে দুর্ভাগ্যজনক, ‘বাংলাদেশ দল কিন্তু ওয়ানডেতে অনেক ভালো। আমরা প্রতিটা খেলোয়াড়ই বিশ্বাস করি, আমাদের প্রক্রিয়া ঠিক থাকলে আর শতভাগ দিয়ে সবাই খেলতে পারলে যেকোনো দলের বিপক্ষেই সিরিজ জেতা সম্ভব। অনেক দিন পর দলে এসে প্রতিটি খেলোয়াড়ের কাছ থেকে দারুণভাবে সমর্থন পেয়েছি। আমার মনে হয় যে প্রতিটি খেলোয়াড়ই চাইছিল যে আমি রান করি। সবার দোয়া ছিল, সবাই চেয়েছিল বলেই আমার পারফরম্যান্স করা অনেক সহজ হয়েছে। ’সাতদিনের সেরা