kalerkantho

বৃহস্পতিবার । ৬ অক্টোবর ২০২২ । ২১ আশ্বিন ১৪২৯ ।  ৯ রবিউল আউয়াল ১৪৪৪

নতুন স্ট্রাইকার খুঁজছে পিএসজি

অনলাইন ডেস্ক   

১২ আগস্ট, ২০২২ ১৮:২৯ | পড়া যাবে ২ মিনিটেনতুন স্ট্রাইকার খুঁজছে পিএসজি

গ্রীষ্মকালীন দলবদল শেষ হওয়ার আগেই নতুন স্ট্রাইকার দলে ভেড়ানোর পরিকল্পনা করছে পিএসজি। বর্তমানে দলে থাকা মাউরো ইকার্দিকে ছেড়ে দিতে চায় ক্লাবটি। এমনটা জানিয়েছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।

২০১৯-২০ মৌসুমে ইন্টার মিলান থেকে প্যারিসের ক্লাবটিতে যোগ দেন ইকার্দি।

বিজ্ঞাপন

গত তিন মৌসুমে ৯২ ম্যাচ খেলে করেছেন ৩৮ গোল। এ মৌসুমের প্রথম দুই ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। বলতে গেলে নতুন কোচ ক্রিস্তফ গালতিয়েরের পরিকল্পনায় নেই ইকার্দি। নতুন ক্লাব খুঁজে নিতে বলা হয়েছে তাকে।

ইকার্দি যদি দল ছেড়ে চলে যায় তখন মেসি-নেইমার ও এম্বাপ্পের সঙ্গে স্ট্রাইকার পজিশনে থাকবেন রেইমস থেকে ধারে যোগ দেওয়া হুগো ইকিতিকে। যেকারণে স্ট্রাইকার পজিশনে আরও একজনকে দলে ভেড়াতে চায় পিএসজি। এ ব্যাপারে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের বলেছেন,'আমরা নতুন একজন স্ট্রাইকার দলে টানতে চাই। ক্লাব এটা নিয়ে কাজ করছে। লুইস কাম্পোসের (ক্লাব ডিরেক্টর) সঙ্গে আমার সরাসরি যোগাযোগ আছে আর সে যোগাযোগ রাখছে ক্লাব সভাপতির সঙ্গে। এটা নিয়ে আমরা কোনো ভুল করতে চাইনা। '

গত সপ্তাহে দলের সঙ্গে ছিলেন না মাউরো ইকার্দি। ছিলেন না প্রথম দুই ম্যাচের স্কোয়াডে। এ ব্যাপারে গালতিয়ের বলেছেন,'এটা সহজ ছিলনা, সপ্তাহের শুরুতে আমি তাকে (ইকার্দি) দেখেছি। গত সপ্তাহে তাঁর অনুপস্থিতি স্পোর্টিং ব্যাপার ছিল। আমাদের স্কোয়াড আরও ছোট করতে চাই। সেরা সমাধানের জন্য ক্লাব কাজ করছে। সাম্প্রতিক সে খেলার সময় খুব কম পেয়েছে। আমি মনে করি তাকে তার ছন্দে ফিরে আসতে হবে, নিজেকে পুনরুজ্জীবিত করতে হবে। তার এবং ক্লাবের স্বার্থে, আমি মনে করি আমাদের একটি সমাধান খুঁজে বের করতে হবে। 'সাতদিনের সেরা