kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

ওদের ৪টি সেঞ্চুরি, আমাদের একটিও নেই : তামিম

অনলাইন ডেস্ক   

৮ আগস্ট, ২০২২ ১০:৫৬ | পড়া যাবে ১ মিনিটেওদের ৪টি সেঞ্চুরি, আমাদের একটিও নেই : তামিম

টি-টোয়েন্টি সিরিজ হারের পর স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজও হেরে গেলো বাংলাদেশ। গতকাল ৫ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে ঝরেছে হতাশা।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে সঞ্চালককে নিজেদের এই দুরবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে তামিম বলেন, ‘আসলে এই সিরিজে পার্থক্য গড়ে দিয়েছে সেঞ্চুরিই।

বিজ্ঞাপন

ওরা সেঞ্চুরি করেছে চার-চারটি আর আমরা একটিও নয়। '

নিজের দলের কারো ব্যাটে একটিও সেঞ্চুরি দেখতে না পাওয়ার দায়ও নিচ্ছেন অধিনায়ক। সিরিজের দ্বিতীয় ওয়ানডের উদাহরণ দিয়েই বললেন, ‘আমরা কিন্তু শুরু ভালোই করেছিলাম; কিন্তু কেউই ইনিংসটা বড় করে সেঞ্চুরির দিকে নিয়ে যেতে পারিনি। ’ এই না পারার পেছনে কোনো কিছুতেই অজুহাত হিসেবে দাঁড় করালেন না তামিম। এমনকি হারারে স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ওয়ানডের উইকেটও বড় রান করার উপযোগী ছিল বলেই মনে করেন তিনি, ‘উইকেট শুরু থেকেই বেশ ভালো ছিল (রান করার জন্য)। ’সাতদিনের সেরা