kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

পয়েন্ট হারিয়ে মাঠের দোষ দিলেন ক্লপ

অনলাইন ডেস্ক   

৬ আগস্ট, ২০২২ ২১:৪৮ | পড়া যাবে ২ মিনিটেপয়েন্ট হারিয়ে মাঠের দোষ দিলেন ক্লপ

নতুন মৌসুমে প্রিমিয়ার লিগের শুরুটা ভাল হয়নি লিভারপুলের। এক মৌসুম পর প্রিমিয়ার লিগে ফিরে আসা ফুলহামের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে গত মৌসুমের রানার্স আপরা। ফুলহামের হয়ে জোড়া গোল করেন মিতরোভিজ। লিভারপুলের হয়ে গোল করেন দারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ।

বিজ্ঞাপন

গত চার মৌসুমে লিগ শুরুর ম্যাচ জিতলেও এবার আর জিততে পারল না লিভারপুল।  

এমন ড্র'য়ের পর ফুলহামের মাঠের অবস্থা ভাল ছিলনা বললেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। সেই সঙ্গে তাঁর দলের খেলোয়াড়দের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন জার্মান এই কোচ। ম্যাচ শেষে তিনি বলেছেন,'আজকের ম্যাচের রেজাল্ট দেখতে হবে। একটা বাজে ম্যাচ খেলে এক পয়েন্ট পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি করে সম্ভব?' ম্যাচের প্রথম দিকে খেলোয়াড়দের মনোভাব ঠিক ছিল না, এরপরেও আমরা লড়াই করতে চেয়েছিলাম কিন্তু আপনি এটি আর সহজ হিসেবে পাননি। মাঠের অবস্থা অনেক শুষ্ক ছিল, আমরা তাদের কার্ডে খেলেছি… ফলাফল ভাল, আমি মনে করি না আমরা এর চেয়ে বেশি প্রাপ্য। কিন্তু আমাদের আরও উন্নতি করতে হবে। '

লিভারপুল কোচ আরও বলেছেন,'আমরা সবসময় ছেলেদের আলিঙ্গন করতে পারি না। আমরা সাধারণত এটা করি যখন তারা এটার যোগ্য। এটা এমন নয় যে তারা এটি চায়নি, যেমনটা চেয়েছিলাম সেভাবে ম্যাচ শুরু করতে পারিনি। ' আগামী ১৫ই আগস্ট রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিগের ২য় ম্যাচে মাঠে নামবে লিভারপুল।সাতদিনের সেরা