সাদা পোশাকের ফরম্যাট দিয়েই তার আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল। এই একটা ফরম্যাটেই তিনি খেলে থাকেন। গতকাল রাতে হুট করেই জিম্বাবুয়ে সফরে ডাক পাওয়ার ফোনকল যায় পেসার এবাদত হোসেনের কাছে। তাকে বলা হয়- জিম্বাবুয়ে যেতে হবে ওয়ানডে সিরিজে খেলতে! এমন ফোনকল পেয়ে নিজেই অবাক হয়ে যান এই পেসার।
বিজ্ঞাপন
গতকাল লিটন দাস এবং এর আগে নুরুল হাসান সোহান ইনজুরিতে পড়ায় এবাদত এবং ওপেনার নাঈম হাসানকেও জিম্বাবুয়েতে উড়িয়ে নেওয়া হচ্ছে। আজ শনিবার খুলনা থেকে ঢাকায় এসে মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের এবাদত বলেন, 'আমি বাংলা টাইগার্সের হয়ে এইচপির বিপক্ষে খেলার জন্য খুলনায় ছিলাম। ওখানে সাদা বলের জন্য গিয়েছিলাম। তাই সাদা বলের অনুশীলনটাই করে এসেছি। গতকাল রাতে কল আসে- জাতীয় দলে যোগ দিতে হবে। শুনে খুব খুশি হয়েছি। প্রথমে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, মাঝখানে যাচ্ছি। একটু অবাক করার মতো। '
জিম্বাবুয়েতে চলতি সফর বাংলাদেশের অবস্থা সুবিধার নয়। টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারার পর প্রথম ওয়ানডেতেও হারতে হয়েছে। সিরিজ জিততে হলে বাকি দুই ওয়ানডে জয়ের বিকল্প নেই। সিরিজের আগে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে কথা হয়েছিল এবাদতের। তিনি নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতিই দিলেন, 'ইনশা আল্লাহ দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করব। আমি অনুশীলনের মধ্যে আছি। অনুশীলনের মধ্যে না থাকলে মানসিকভাবে পিছিয়ে থাকতাম। তাই আত্মবিশ্বাস ভালো আছে। '