যার বিয়ের অনুষ্ঠান কিন্তু সে-ই নেই! নতুন ক্লাবে যোগ দেওয়ার তাড়নায় নিজের বিয়ের প্রগ্রাম ছেড়ে তাড়াহুড়ো করে ক্লাবের অনুশীলনে যোগ দেওয়ার কাণ্ড ঘটিয়েছেন সিয়েরা লিওনের ফরোয়ার্ড মোহামেদ বুয়া তুরে। নতুন ক্লাব মালমোর অনুরোধ রাখতে গিয়েই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। বিয়ের প্রোগ্রামে নিজে থাকতে না পারলেও ভাইকে পাঠিয়ে বিয়ের কাজ সম্পন্ন করেছেন বুয়া তুরে।
দুই বছর ধরে চায়নিজ লিগে খেলেছেন বুয়া তুরে।
বিজ্ঞাপন
এরপর বিয়ের সাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে নববধূর সঙ্গে তিনটি ছবি পোস্ট করেন তুরে। সঙ্গে জানিয়ে দেন, বিয়ের অনুষ্ঠানের অনেক আগেই ছবিগুলো তুলে রেখেছিলেন। বিয়ের পর এখনো নববধূর সঙ্গে দেখা না হলেও বুয়া তুরে জানিয়েছেন,' প্রথমে লিগ জিতব এরপর দুজন মিলে হানিমুনে যাব। '