kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

লিটনের জিম্বাবুয়ে সিরিজ শেষ, এশিয়া কাপেও অনিশ্চিত

অনলাইন ডেস্ক   

৬ আগস্ট, ২০২২ ০০:০১ | পড়া যাবে ১ মিনিটেলিটনের জিম্বাবুয়ে সিরিজ শেষ, এশিয়া কাপেও অনিশ্চিত

আশঙ্কাটাই সত্যি হলো। জিম্বাবুয়ের বিপক্ষে আজ প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন ইনফর্ম ওপেনার লিটন কুমার দাস। বিসিবিসূত্রে জানা যায়, তার ওয়ানডে সিরিজ শেষ।

লিটনকে তিন-চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

বিজ্ঞাপন

যে কারণে শঙ্কা আছে তাঁর এশিয়া কাপে খেলা নিয়েও। ম্যাচশেষে বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ সানি জানিয়েছেন, ‘লিটনের হ্যামস্ট্রিংয়ে “গ্রেড টু মাসল স্ট্রেইন” দেখা গেছে। এ ধরনের চোট থেকে সেরে উঠছে সাধারণত ৩-৪ সপ্তাহ লাগে। ফলে এ সিরিজে আমরা তাকে পাচ্ছি না। ’

চলতি আগস্টের ২৭ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। লিটনের সেরে উঠতে চার সপ্তাহ লাগলে তাঁর এ টুর্নামেন্টে খেলা শঙ্কার মুখেই পড়বে। উল্লেখ্য, আজ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৫ উইকেটে হেরেছে। দারুণ ব্যাটিং করা লিটন দাস ৮৯ বলে ৮১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরেন। আর মাঠে নামতে পারেননি।সাতদিনের সেরা