kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

রিয়াল-বেনজিমা নিয়ে ভাবছেন না লেভানদোস্কি

অনলাইন ডেস্ক   

৫ আগস্ট, ২০২২ ২২:৩৫ | পড়া যাবে ২ মিনিটেরিয়াল-বেনজিমা নিয়ে ভাবছেন না লেভানদোস্কি

বায়ার্ন মিউনিখ ছেড়ে এ মৌসুমেই বার্সেলোনায় নাম লিখিয়েছেন রবার্ত লেভানদোস্কি। স্প্যানিশ ক্লাবটির হয়ে প্রাক-মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচে মাঠে নেমেছেন পোলিশ এই তারকা। তবে পাননি এখনো গোলের দেখা। তবে নিজের প্রতি বিশ্বাস রাখছেন পোলিশ এই তারকা।

বিজ্ঞাপন

চিরপ্রতিদ্বন্ধি রিয়াল মাদ্রিদকে নিয়ে ভাবতে চাননা তিনি।

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ মানেই উত্তাপ ছড়ানো। দুই দলের খেলোয়াড়দের মধ্যে দেখা যায় কথার লড়াই। মৌসুম শুরুর আগেই সেই কথার লড়াইয়ে যোগ দিলেন লেভানদোস্কি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার নাম্বার 'নাইন' হিসেবে রবার্ত লেভানদোস্কিকে উপস্থাপন করেছে বার্সেলোনা। এরপর বার্সেলোনার এই ফুটবলার বলেছেন,'রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে আমি সবসময় প্রস্তুত। আমি জানি তাদের বিপক্ষে কীভাবে খেলতে হয়। গত সিজনে তাঁরা সাফল্য পেয়েছে কিন্তু তাদের মাঠে আমরা হারিয়েছি। '

রিয়াল মাদ্রিদ বা করিম বেনজিমাকে নিয়ে ভাবতে রাজি নন লেভানদোস্কি। তবে ফরাসি এই স্ট্রাইকারকে নিয়ে প্রশংসা করেছেন লেভানদোস্কি,'আমি রিয়াল মাদ্রিদ বা করিম বেনজিমাকে নিয়ে ভাবছিনা। সে (বেনজিমা) দুর্দান্ত একজন স্ট্রাইকার। অনেক বছর ধরে লা লিগায় খেলছেন। '

৩৩ বছর বয়সী লেভানদোস্কি তাঁর অভিজ্ঞতা দিয়ে বার্সেলোনাকে শিরোপা জেতাতে চান,'বয়স কোনো ব্যাপার নয়। এটা শুধুমাত্র একটি সংখ্যা। আমি ৩৩ বছর বয়স অনুভব করিনা। শারীরিকভাবে আমি দুর্দান্ত অনুভব করছি। 'সাতদিনের সেরা